শাহরুখ-কাজলের 'দিলওয়ালে'-এর মুক্তি ডিসেম্বরের মাঝে
এ বছরেই মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত 'দিলওয়ালে'-এ সিনেমাটি। সিনেমাটির প্রযোজক সংস্থার ইচ্ছা মেনে নিয়েই পরিচালক রোহিত শেঠি ডিসেম্বরের মাঝামাঝি দিলওয়ালে-এর মুক্তির দিন ঠিক করেছেন। অক্টোবর থেকেই জোর কদমে শুরু হবে দিলওয়ালের প্রচার।
ওয়েব ডেস্ক: এ বছরেই মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত 'দিলওয়ালে'-এ সিনেমাটি। সিনেমাটির প্রযোজক সংস্থার ইচ্ছা মেনে নিয়েই পরিচালক রোহিত শেঠি ডিসেম্বরের মাঝামাঝি দিলওয়ালে-এর মুক্তির দিন ঠিক করেছেন। অক্টোবর থেকেই জোর কদমে শুরু হবে দিলওয়ালের প্রচার।
শোনা যাচ্ছে 'দিলওয়ালে'-এর প্রচারে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে চলেছে প্রযোজক সংস্থা। রোহিত-শাহরুখের যুগলবন্দির আগের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের সাফল্যের একটা বড় কারণ ছিল দারুণ প্রচার। চেন্নাই এক্সপ্রেসের মডেলেই দিলওয়াল-এর সাফল্য লিখতে চান পরিচালক। যদিও শোনা যাচ্ছে কাহিনি, চিত্রনাট্য, সংলাপের বিচারে দিলওয়ালে রোহিতের বাকি সব সিনেমার চেয়ে অনেক আলাদা হচ্ছে।
মুক্তির দিন ঘোষণার পর একদিকে যেমন ছবি তৈরির কাজে গতি আসছে, তেমনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছে এই খবর। মুক্তির দিনের ঘোষণার পর থেকেই ফেসবুক, টুইটারে ব্যাপক শেয়ার হতে শুরু করেছে এই সিনেমার। ক দিনের মধ্যেই দিলওয়ালের টিজার মুক্তি পাওয়ার কথা।
সম্প্রতি শুটিংয়ের সেট থেকে ছবি আপলোড করেছেন কাজল-শাহরুখ দুজনেই। টুইটারে ছবির সঙ্গে ক্যাপশনে কাজল লিখেছেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। আপনারা হয়তো তাঁকে চিনবেন!’ শাহরুখের টুইটেও পাওয়া গেল বন্ধুত্বের জয়গান। শাহরুখ-কাজল জুটিকে শেষ দেখা গিয়েছিল মাই নেম ইজ খান চলচ্চিত্রে। নতুন করে পুরোনো জুটিকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। দিলওয়ালের শুটিং চলছে বুলগেরিয়ায়।