নিজস্ব প্রতিবেদন : প্রয়াত জনপ্রিয় পরিচালক রাণা সেন। বুধবারই রাত ১ টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে খবর মিলেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালকের। রাণা সেনের মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জের কলাকুশলীদের মধ্যে। বাংলা, ওড়িয়া টেলিভিশনের পাশাপাশি বেশকিছু বাংলা ছবিরও পরিচালনা করেছেন রাণা সেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, বুধবার সকাল থেকে সুস্থই ছিলেন পরিচালক। এমনকি বুধবার রাত ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় অনলাইনও ছিলেন রাণা সেন। রাত ১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।  রাণা সেনের মৃত্যুতে অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী লিখেছেন, ''রোজ মৃত্যুর খবর...রোজ...আর ভালো লাগছে না..আর পারা যাচ্ছে না। আমি শেষ যে ছবিটার শ্যুটিং করলাম, ওটাও ওনার পরিচালনা ছিল। যদিও ওটা এখনও মুক্তি পায়নি। বিশ্বাস হচ্ছে না যেন।''


আরও পড়ুন-করোনায় আক্রান্ত হয়েছিলেন, এখন কেমন আছেন রঞ্জিত, দীপা, কোয়েল ও নিসপাল?



আরও পড়ুন-ছোট্ট 'ম্যাডি' অনেক বড় হয়ে গেছে, 'দিল বেচারা'র ছোট্ট সঞ্জনার ছবি পোস্ট ইমতিয়াজ আলির



 রাণা সেন পরিচালিত ও সুপ্রিয়া দেবী অভিনিত ‘বড়মা’ বাংলা টেলিভিশনের এক উল্লেখযোগ্য ধারাবাহিক । টলিউডের পাশাপাশি ওড়িশাতেও সমান জনপ্রিয় ছিলেন বাংলার এই পরিচালক। 


আরও পড়ুন-পরিযায়ীদের বাড়ি ফিরিয়েছেন, এবার শ্রমিকদের কাজ দিতে বিশেষ উদ্যোগ নিলেন সোনু সুদ