ছোট্ট 'ম্যাডি' অনেক বড় হয়ে গেছে, 'দিল বেচারা'র ছোট্ট সঞ্জনার ছবি পোস্ট ইমতিয়াজ আলির

Jul 23, 2020, 15:21 PM IST
1/9

শুক্রবার ২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। যে ছবিতে সুশান্তের বিপরীতে দেখা যাবে সঞ্জনী সঙ্ঘী-কে। 

2/9

ছবি মুক্তির আগে সঞ্জনাকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলি। 

3/9

অনেকেরই হয়ত মনে নেই, এই সঞ্জনা সঙ্ঘীকেই আপনারা দেখেছিলেন ইমতিয়াজ আলির ছবি রকস্টারে। ছবিতে 'নারগিস ফাকরি'র বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জনা। 

4/9

নারগিস ফাকরির বোন 'ম্যাডি'র ভূমিকায় ছোট্ট সঞ্জনার সেই ছবি শেয়ার করে ইমতিয়াজ আলি লিখেছেন, ''ছোট্ট ম্যাডি এখন অনেক বড় হয়ে গিয়েছে।'' 

5/9

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

little Mandy from Rockstar is a big girl now!!! looking fwd...

A post shared by Imtiaz Ali (@imtiazaliofficial) on

সঞ্জনা সঙ্ঘীকে 'দিল বেচারা' ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইমতিয়াজ আলি।

6/9

ইমতিয়াজ আলির শুভেচ্ছা জানানোর পাল্টা উত্তর দিতে ভোলেননি সঞ্জনা। লিখেছেন, ''আমাকে ছোট্ট ম্যাডির চরিত্রটা দেওয়ার জন্য ধন্যবাদ। ওই চরিত্রের মাধ্যমেই সিনেমার জগতকে ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে ফোনকে বলতে চাই তুমিই সেরা।''

7/9

পরিচালক ইমতিয়াজ আলিকে ধন্যবাদ জানিয়েছেন 'দিল বেচারা'র পরিচালক মুকেশ ছাবরাও। তিনি লিখেছেন, ''সবকিছুর জন্য ধন্যবাদ।''

8/9

এর আগে সঞ্জনা জানিয়েছিলেন, মুকেশ ছাবড়া যখন তাঁকে এক স্কুল ড্রামায় দেখে নির্বাচণ করেছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৩ ৷ যদিও অবশ্য তার আগেই অবশ্য ইমতিয়াজের 'রকস্টার'  ছবির প্রস্তাব দিয়েছিলেন। 

9/9

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জনা সঙ্ঘী বলেছেন, ''মহামারীর মধ্য ছবির মুক্তি, তাও আবার সুশান্তকে ছাড়া, এমনটা হওয়ার কথা ছিল না। এই ছবিতে সুশান্তের অভিনয় সেরা অভিনয়। তবে সকলের কাছে অনুরোধ সুশান্তের মৃত্যুর পর চারিদিকে যে নেতিবাচক বিষয় ছড়িয়ে পড়েছে, সেগুলি বন্ধ হোক।''