নিজস্ব প্রতিবেদন : নামী চশমার ব্র্যান্ড থেকে অনলাইনে চশমা অর্ডার করেছিলেন। তবে চশমার পাওয়ার ভুল আসায় সেটি ফেরত দিতে হয় পরিচালক সত্রাজিৎ সেন (Satrajit Sen)কে। আর তাতেই বিপত্তি। পরিচালককে ফোন করে হিন্দিতে কথা বলার উপদেশ দেন ডেলিভারি বয়। তাঁর আচরণে হতবাক পরিচালক সত্রাজিৎ সেন (Satrajit Sen)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


চশমা ফেরত দেওয়ার সময় ডেলিভারি বয় ফোন করায় পুরো বিষয়টা তাঁকে বাংলাতেই বুঝিয়ে বলতে গিয়েছিলেন পরিচালক সত্রাজিৎ সেন (Satrajit Sen)। তিনি হিন্দি না বলায় ডেলিভারি বয় অঙ্কুর তাঁকে উপদেশ দেন, ''এটা বাংলাদেশ নয়, ইন্ডিয়া, আপনার হিন্দি বলতে পারা উচিত।'' ডেলিভারি বয়ের কথাবার্তা শুনে বেজায় বিরক্ত হন পরিচালক সত্রাজিৎ সেন। পুরো বিষয়টা তিনি টুইটারে তুলে ধরেছেন।


আরও পড়ুন-গান ধরলেন Shovan, ড্রাম বাজালেন Jisshu, জমে উঠেছিল সঙ্গীতের আসর




বন্ধু, পরিচালক সত্রাজিৎ সেনের (Satrajit Sen) টুইটটি নজরে পড়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও পরমব্রত চট্টোপাধ্যায়দের (Parambrata Chatterjee)। তাঁরাও গোটা ঘটনার কথা জেনে বেশ বিরক্ত। সত্রাজিৎ সেনের টুইটের উত্তরে সৃৃজিত লেখেন, 'কাঁচা বাংলায় উত্তর দিয়েছিস তো সত্রাজিৎ?' ফেলুদার স্টাইলে আবীর লেখেন, 'আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন বেশ লাগছে।' পরমব্রত লেখেন, 'খিস্তিটা কাঁচা বাংলায় হতে হবে তবে আনন্দ!'






তবে শুধু সৃজিত, আবীর, পরমব্রতরা নন, সত্রাজিৎ সেনের টুইটে পুরো বিষয়টা জানতে পেরে ক্ষোভ উগরে দিয়েছেন বহু বাঙালি নেটিজেন। তাঁরাও পরিচালকের পাশে দাঁড়িয়ে বাংলার বলার পক্ষে আওয়াজ তুলেছেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)