অভিনেত্রীর সামনে এসব কী করলেন দিশা পাটানির নিরাপত্তা রক্ষী! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক
দিশা পাটানির সামনে এসব কীভাবে করলেন, উঠছে প্রশ্ন
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![অভিনেত্রীর সামনে এসব কী করলেন দিশা পাটানির নিরাপত্তা রক্ষী! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক অভিনেত্রীর সামনে এসব কী করলেন দিশা পাটানির নিরাপত্তা রক্ষী! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/24/236112-disha-patani-photoshoot.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাপারাতজিকে দেখে ক্ষেপে গেলেন দিশা পাটানির নিরাপত্তা রক্ষী। ঠেলে সরিয়ে দিলেন প্রত্যেককে। দিশা পাটানির কাছে এসে যাতে কেউ ছবি তুলতে না পারেন, সে বিষয়ে অতিরিক্ত সচেষ্ট হয়ে উঠলেন 'মলং' অভিনেত্রীর নিরাপত্তা রক্ষী। পাপারাতজির সঙ্গে প্রথমে বচসা, তারপর তাঁকে কার্যত ঠেলে সরিয়ে দিলেন। সেই সঙ্গে ওই পাপারাতজিকে হুমকিও দিয়ে বসেন (Disha Patani) দিশার (Bodygaurd) নিরাপত্তা রক্ষী।
আরও পড়ুন : ৫ বছর ধরে করছিলেন চেষ্টা, প্রকাশ্যে শিল্পার জীবনের অজানা রহস্য
দেখুন ভিডিয়ো...
দিশা পাটানির নিরাপত্তা রক্ষীর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি মুক্তি পায় দিশা পাটানির সিনেমা মলং। এই সিনেমায় আদিত্য রয় কাপুর, অনিল কাপুর এবং কুণাল খেমুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিশা। এই সিনেমায় আদিত্য-দিশার অনস্ক্রিন রোমান্স দর্শকদের নজর কেড়ে নেয়। সেই সঙ্গে আদিত্য রয় কাপুরের সঙ্গে অনস্ক্রিন রসায়নের জেরে কি টাইগারের সঙ্গে দিশার সম্পর্কে ভাটা পড়বে, এমন প্রশনও উঠতে শুরু করে। তবে সমস্ত জল্পনা এড়িয়ে সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে ডিনার ডেটে বের হতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।
আরও পড়ুন : বাবার পছন্দের মেয়ে নয়, নেহাকে ছেড়ে কাকে বিয়ে করছেন উদিত-পুত্র আদিত্য!
প্রসঙ্গত, মলং -এর পর (Salman khan) সলমন খানের 'রাধে'-তেও দেখা যাবে দিশাকে। সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে, তিনি বেজায় খুশি বলেও জানান দিশা পাটানি।