মূল্যবোধকে সঙ্গে নিয়ে উত্তরপাড়া উত্তরায়নের সারা রাত্রি ব্যাপী নাট্যোত্‍সব

ঘর ভাঙে। আবার ঘর গড়ে। এভাবেই টিকে আছে গ্রাম বাংলার থিয়েটার। কঠিন লড়াই নিয়ে এগিয়ে চলেছে মফস্বলের নাট্যচর্চা। সেই লক্ষ্যেই উত্তরপাড়া উত্তরায়ন এগিয়ে চলেছে। এবার উত্তরায়নের নতুন প্রয়াস ছিল রাতের নাট্যোত্‍সব।

Updated By: May 10, 2017, 10:57 AM IST
মূল্যবোধকে সঙ্গে নিয়ে উত্তরপাড়া উত্তরায়নের সারা রাত্রি ব্যাপী নাট্যোত্‍সব

ওয়েব ডেস্ক: ঘর ভাঙে। আবার ঘর গড়ে। এভাবেই টিকে আছে গ্রাম বাংলার থিয়েটার। কঠিন লড়াই নিয়ে এগিয়ে চলেছে মফস্বলের নাট্যচর্চা। সেই লক্ষ্যেই উত্তরপাড়া উত্তরায়ন এগিয়ে চলেছে। এবার উত্তরায়নের নতুন প্রয়াস ছিল রাতের নাট্যোত্‍সব।

এ এক কঠিন লড়াই। টিকে থাকার লড়াই। চারদিকে হাজারো প্রতিকূলতা। তবু শুধুমাত্র নেশা আর ভালোবাসার টানেই বেঁচে আছে মফস্বল বাংলার গ্রুপ থিয়েটার। জিঙ্ক, স্পিরিটের গন্ধের টানে অন্ধকার মঞ্চে জেগে ওঠেন কলাকুশলীরা। থার্ড বেল পড়লেই শুরু হয়ে যায় নাটক। জীবনের সব ক্লান্তিতে ব্যারিকেড দিয়ে কেউ হয়ে ওঠেন রক্তকরবীর নন্দিনী, কেউ বা শেক্সপিয়রের ওথেলো। নানা রঙের দিন নিয়ে এভাবেই বেঁচে আছেন মফস্বল বাংলার প্রতিবাদী পদাতিকেরা। নাট্যশিল্পকে বাঁচিয়ে রাখতে উত্তরপাড়ার উত্তরায়ন নাট্য গোষ্ঠী নতুন প্রয়াস। দুহাজার বারো থেকে শুরু হয় নাট্যোত্‍সব। এবার ষষ্ঠ বছরে পা দিল উত্তরায়নের নাট্যোত্‍সব। এবারের নাট্যোত্‍সবের নতুন চমক ছিল সারা রাত্রি ব্যাপী নাট্যোত্‍সব। প্রথম দিনের নিবেদন ছিল মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ নাট্য নিকেতনের রূপকথা এখনও।

নাট্যোত্‍সব নিখাদ বিনোদনের নয়। নাট্যোত্‍সব সামাজিক মূল্যবোধের জন্ম দেয়। সেই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছে উত্তরায়ন। (আরও পড়ুন- মার্কিন মঞ্চে কঙ্কনার জয়জয়কার)

.