তথ্যচিত্রের মাধ্যমে ক্যানসার সচেতনতা বাড়াচ্ছেন এমরান হাসমি

ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি তথ্যচিত্র তৈরি করছেন বলিউড নায়ক এমরান হাসমি । ক্যানসার সম্পর্কে যাতে মানুষের সচেতনতা আরও বাড়ে, তার জন্য নয়া প্রচেষ্টা তাঁর। টুইটারে সেই কথা জানিয়েছেন তিনি।

Updated By: Jul 3, 2017, 07:18 PM IST
তথ্যচিত্রের মাধ্যমে ক্যানসার সচেতনতা বাড়াচ্ছেন এমরান হাসমি

ওয়েব ডেস্ক: ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি তথ্যচিত্র তৈরি করছেন বলিউড নায়ক এমরান হাসমি । ক্যানসার সম্পর্কে যাতে মানুষের সচেতনতা আরও বাড়ে, তার জন্য নয়া প্রচেষ্টা তাঁর। টুইটারে সেই কথা জানিয়েছেন তিনি।

টুইটার এমরান হাসমি জানিয়েছেন, ক্যানসার সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়ানো উচিত্‌। তাই প্রত্যেকের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউড নায়ক এমরান হাসমির ৭ বছরের ছেলে আয়ানেরও ক্যানসার ধরা পড়ে। এছাড়াও গত বছর তিনি বিলাল সিদ্দিকির সঙ্গে একসঙ্গে একটি বইও লেখেন। বইয়ের নাম ‘‘The Kiss of Life: How A Superhero and My Son Defeated Cancer’’। যেখানে তিনি তাঁর ছেলের ক্যানসারের সময়ের প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা উল্লেখ করেছেন।

.