আামার মতই প্রেমিক খুঁজো, মেয়েকে শাহরুখ
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কল হো না হো...আদর্শ প্রেমিকের সংজ্ঞা তৈরি করেছেন শাহরুখ। বহু কিশোরীর কাছেই আদর্শ প্রেমিক মানে এখনও রাজ। এমনকী, শাহরুখ নিজেও তাই মনে করেন। তাই নিজের মেয়েকেও বললেন তাঁর মতই প্রেমিক খুঁজে নিতে।
Updated By: Aug 25, 2013, 04:45 PM IST