২৪ ঘণ্টা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন 'গব্বর ইজ ব্যাক' খ্যাত অভিনেতা

 নিজেও করোনা রোগীদের সুস্থ করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন চিকিৎসক আশিষ গোখলে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 11, 2020, 04:13 PM IST
২৪ ঘণ্টা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন 'গব্বর ইজ ব্যাক' খ্যাত অভিনেতা

নিজস্ব প্রতিবেদন : অক্ষয় কুমারের 'গব্বর ইজ ব্যাক' ছবির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। পাশাপাশি, বেশকিছু টিভি শো-তেও অভিনয় করেছেন অভিনেতা আশিষ গোখলে। তবে গোটা দেশে যখন লকডাউন, তখন নিজেও করোনা রোগীদের সুস্থ করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন চিকিৎসক আশিষ গোখলে।

হ্যাঁ, ঠিকই শুনছেন। অভিনেতা হওয়ার পাশাপাশি আশিষ পেশায় একজন চিকিৎসকও। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা ডিউটি করছেন আশিষ। এছাড়া নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সচেতন করার কাজও করে যাচ্ছেন আশিষ গোখলে।

আরও পড়ুন-গরিব দিনমজুর, 'চা কাকু'র দিকে সাহায্যের হাত বাড়ালেন মিমি চক্রবর্তী

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, ডাক্তারি পাশ করার পর ভালোলাগা থেকেই অভিনয়ের কাজও শুরু করেন আশিষ। তারপর থেকে চিকিৎসক হিসাবে কাজ করার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন আশিষ। জানা যাচ্ছে, গত ২৫ মার্চ থেকে একভাবে রোগীদের চিকিৎসা করে চলেছেন, বাড়ি যেতে পারেননি।

আরও পড়ুন-বলিউড আমায় গান গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক দেয় না, মুখ খুললেন নেহা

.