close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

শাহিদ কাপুরের শ্যুটিং সেটে দুর্ঘটনা, মৃত্যু হল যুবকের

 শ্যুটিং সেটের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। 

Updated: Jan 27, 2019, 06:43 PM IST
শাহিদ কাপুরের শ্যুটিং সেটে দুর্ঘটনা, মৃত্যু হল যুবকের

নিজস্ব প্রতিবেদন: শাহিদ কাপুরের ছবির শ্যুটিং সেটে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এই মুহূর্তে উত্তরাখণ্ডের মুসৌরিতে রয়েছেন শাহিদ কাপুরের 'কবীর সিং' ছবির গোটা টিম। দক্ষিণী ছবির অনুকরণে তৈরি হচ্ছে এই ছবি। জানা যাচ্ছে শ্যুটিং সেটের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। মৃত্যু হয় রামু নামে এক জেনারেটর অপরেটরের।  

আরও পড়ুন-বক্স অফিসে ঝাঁসির রানির মতোই দাপিয়ে বেড়াচ্ছে কঙ্গনার মণিকর্ণিকা

জানা যাচ্ছে রামু দেরাদুনের প্রেমনগরের একটি জেনারেটর কোম্পানির হয়ে কাজ করেন রামু। গত বৃহস্পতিবার 'কবীর সিং'-এর শুটিং চলাকালীন জেনারেটর ঠিক মতো কাজ করছে কিনা তা দেখতে গিয়েছিলেন তিনি।সে সময় জেনারেটরের ফ্যানে মাফলার আটেকে ঘটে যায় দুর্ঘটনা। গুরুতর জখম অবস্থায় মুসৌরির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় রামুকে। তবে তাঁর মাথার চোট গুরুতর হওয়ায় তাঁকে বাঁচানো যায়নি। পুলিস সূত্রে খবর হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাঁদের হোটেলে এধরনের ঘটনার কথা অস্বীকার করেছেন। যদিও ছবির প্রযোজক সংস্থার তরফে রামুর পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, কবীর সিং ছবিতে এক নেশাগ্রস্ত পুলিস অফিসারের ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুরকে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। ছবিটি মুক্তি পাচ্ছে এবছরের ২১ জুন। 

আরও পড়ুন-'বিয়ের অনেক সম্বন্ধই এসেছে, উত্তম সব ভাঙিয়ে দিত':সাবিত্রী চট্টোপাধ্যায়