রাজ কপূরের ৯০ বছরের জন্মদিনে গুগল ইন্ডিয়ার ডুডলে শ্রী ৪২০
ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন মানা হয় তাঁকে। চার প্রজন্ম ধরে বলিউডে রাজত্ব করছে তাঁর পরিবার। তিনি রাজ কপূর। আজ তাঁর ৯০ বছরের জন্মদিনে। গুগল ইন্ডিয়ার হোম পেজ আজ তাই নিয়ে এসেছে রাজ কপূর ডুডল।
![রাজ কপূরের ৯০ বছরের জন্মদিনে গুগল ইন্ডিয়ার ডুডলে শ্রী ৪২০ রাজ কপূরের ৯০ বছরের জন্মদিনে গুগল ইন্ডিয়ার ডুডলে শ্রী ৪২০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/14/32425-rajkapoordoodle.jpg)
ওয়েব ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন মানা হয় তাঁকে। চার প্রজন্ম ধরে বলিউডে রাজত্ব করছে তাঁর পরিবার। তিনি রাজ কপূর। আজ তাঁর ৯০ বছরের জন্মদিনে। গুগল ইন্ডিয়ার হোম পেজ আজ তাই নিয়ে এসেছে রাজ কপূর ডুডল।
রাজ কপূর অভিনীত ছবি শ্রী ৪২০ মুক্তি পায় ১৯৫৫ সালে। সেই ছবির দুটি বিশেষ দৃশ্য উঠে এসেছে আজকের ডুডলে। চার্লি চ্যাপলিন স্টাইলে রাজ কপূরকে সেই বিশেষ লুকে দেখা যাচ্ছে ডুডলে। "মেরা জুতা হ্যায় জাপানি" গানের অনবদ্য সেই দৃশ্য। স্বাধীনতার পরবর্তী সময়ে এই গান হয়েছিল প্রায় একটা যুগের প্রতীক। পিছনে সিল্যুয়েটে দেখা যাচ্ছে "প্যার হুয়া একরার হুয়া" গানের জনপ্রিয় সেই দৃশ্য।
বলিউডের আইকনিক অভিনেতা রাজ কপূর ছিলেন পরিচালক, প্রযোজকও। কিংবদন্তি পৃথ্বীরাজ কপূরের সন্তান রাজ কপূরের জন্ম ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর। ১৯৮৮ সালে ৬৩ বছর বয়সে মারা যান তিনি।