TRP: টিআরপি-র রেটিঙে ফের পিছিয়ে `মিঠাই`, এবারও প্রথম স্থানে `ধুলোকণা`
গত সপ্তাহের থেকেও এই সপ্তহে আরও পিছিয়ে `মিঠাই`। TRP-র রেটিং-এ প্রথম তিনেও জায়গা পেল না মিঠাই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : গত সপ্তাহের পর এই সপ্তাহেও TRP-র তালিকায় শীর্ষস্থান ধরে রাখল 'ধুলোকণা'। লালন-ফুলঝুড়ির রসায়ন দেখিয়েই বাজিমাত করল এই ধারাবাহিক। 'গাঁটছড়া', 'ফড়িং', 'গৌরী এলো', 'মিঠাই', সবকটি ধারাবাহিককে পিছনে ফেলে দিয়েছে 'ধুলোকণা'। এই সপ্তাহে 'ধুলোকণা'র প্রাপ্ত রেটিং ৯.৩। এদিকে গত সপ্তাহের থেকেও এই সপ্তহে আরও পিছিয়ে 'মিঠাই'। TRP-র রেটিং-এ প্রথম তিনেও জায়গা পেল না মিঠাই।
এই সপ্তাহে TRP-র তালিকায় ৮.৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'গাঁটছড়া'। এবার মায়ের প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে 'ফড়িং'-এর লড়াই এবার দর্শকদের নজর কেড়েছে। 'গাঁটছড়া'র থেকে একটু পিছিয়ে ৮.০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে 'ফড়িং'। ৭.৭ রেটিং নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে ZEE বাংলার গৌরী এলো। সেই হিসাবে অন্যান্যদের থেকে বেশ পিছিয়ে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। ৫ নম্বরে কোনওমতে টিতে রয়েছে ধারাবাহিকটি। 'মিঠাই'-এর সঙ্গে একই দৌড়ে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকটি। এক নজরে দেখে নেওয়া যাক কত নম্বর পেয়ে তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক...
প্রথম- ধুলোকণা (৯.৩)
দ্বিতীয়- গাঁটছড়া (৮.৩)
তৃতীয়- আলতা ফড়িং (৮.০)
চতুর্থ- গৌরী এলো (৭.৭)
পঞ্চম- মিঠাই (৭.৫)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৫)
ষষ্ঠ- মন ফাগুন (৭.২)
সপ্তম- উমা (৬.৩)
অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৬.০)
নবম- অনুরাগের ছোঁয়া (৫.৯)
দশম- খেলনা বাড়ি (৫.৭)
তবে নন ফিকশন শো গুলির মধ্যে এবারও জনপ্রিয়তা অব্যাহত রেখেছে সারেগামাপা।