Covid-19-এর কবলে এবার Govinda, কেমন আছেন অভিনেতা?
এবার Covid 19-এর কবলে গোবিন্দা। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Covid-19-এর কবলে এবার Govinda, কেমন আছেন অভিনেতা? Covid-19-এর কবলে এবার Govinda, কেমন আছেন অভিনেতা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/04/314681-930765852370053540842794798238946267819891n.jpg)
নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফায় ফের বাড়ছে Covid 19-এর সংক্রমণ। মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার Covid 19-এর কবলে গোবিন্দা। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।
জানা যাচ্ছে, রবিবারই গোবিন্দার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও Covid টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-শ্যুটিংয়ে গিয়ে করোনা আক্রান্ত, মুম্বইয়ের হাসাপাতালে ভর্তি ছিলেন Rukmini Maitra
গোবিন্দা জানিয়েছেন, ''আমি করোনা টেস্ট করিয়েছি, এবং প্রয়োজনীয় সতর্কতা, বিধি নিষেধে মেনেও চলছি। যদিও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্পই রয়েছে। বাড়ির অন্যান্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার স্ত্রী সুনীতাও কয়েক সপ্তাহ আগেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। আমি আপাতত বাড়িতে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি।''
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে বলিউডে একাধিক তারকার Covid পজিটিভ হওয়ার খবর মিলেছে। রবিবারই অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তারও আগে পরিচালক সতীশ কৌশিক, ফতিমা সানা শেখ, আমির খান, মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত মাসে, রোহিত সারাফ-এরও করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। মুম্বইয়ে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। সেকথাও আজই (রবিবার) জানা গিয়েছে।
আরও পড়ুন-গাড়ি ও বাড়ির জন্য দেড় কোটিরও বেশি টাকার ঋণের বোঝা Raj-র মাথায়