অস্কারের লড়াই, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রণবীর-আলিয়ার 'গলি বয়'

শনিবার টুইট করে একথা জানান ফারহান আখতার।

Updated By: Sep 21, 2019, 07:32 PM IST
অস্কারের লড়াই, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রণবীর-আলিয়ার 'গলি বয়'

নিজস্ব প্রতিবেদন: ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতীয় ছবি হিসাবে প্রতিনিধিত্ব করবে জোয়া আখতারের ছবি 'গলি বয়'। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে প্রতিনিধিত্ব করবে রণবীর-আলিয়া অভিনীত এই ছবি। শনিবার টুইট করে একথা জানান ফারহান আখতার।

শনিবার কলকাতাতেই অনুষ্ঠিত হয়েছে এই অস্কার মনোনয়ন পর্ব। যেখানে জুরি সদস্য হিসাবে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, প্রতীম ডি গুপ্তা, অশোক বিশ্বনাথান, দেবজ্যোতি মিশ্রর মতো ব্যক্তিত্ব। অস্কার মনোনয়ন পর্বে জুরি সদস্য হিসাবে অংশ নেওয়ার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান পরিচালক প্রতীম ডি গুপ্তা।

আরও পড়ুন-জন্মদিনে সইফকে আলতো চুম্বন, কেক কাটতে তৈমুরকে ঘুম থেকে তুললেন করিনা

জানা যাচ্ছে, 'গলি বয়' ছাড়াও 'বধাই হো', 'অন্ধাধুন' এর মতো ছবিও মনোনয়নের তালিকায় ছিল। এছাড়াও এই তালিকায় ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'নগরকীর্তন', চূর্ণী গঙ্গোপাধ্যায়ের 'তারিখ', গুজরাতি 'চল জীভি লাইয়ে'র মতো ছবি। শেষপর্যন্ত 'গলি বয়'কে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়। 

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় 'গলি বয়'। ছবিটি বক্স অফিসে ২০০কোটি টাকারো বেশি ব্যবসা করে। 

আরও পড়ুন- নাইটক্লাবে মাদকাসক্ত রুক্মিণী, মাদকচক্রে হানা দিলেন 'DCDD' দেব, দেখুন এই ভিডিয়ো

.