সুরেলা শ্রদ্ধা
বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৯০ বছর। অবশ্য তিনি বেঁচে নেই, এ কথাই বা কে বলল! আসলে তিনি বেঁচে থাকার ধরনটা বদলেছেন। নিজের শরীরে বাঁচেন না। বাঁচেন,
স্বরূপ দত্ত
বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৯০ বছর। অবশ্য তিনি বেঁচে নেই, এ কথাই বা কে বলল! আসলে তিনি বেঁচে থাকার ধরনটা বদলেছেন। নিজের শরীরে বাঁচেন না। বাঁচেন,
লাখো মানুষের মনে। তাই জন্মদিনে সলিল চৌধুরিকে ২৪ ঘণ্টা ডট কমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
আজকের দিনে তাঁর গান শুনুন, লেখা পড়ুন, সুর-তাল-ছন্দে দুলে উঠুন। আর এসবের মাঝেই তাঁকে নিয়ে জেনে নিন পাঁচটা এমন তথ্য, যা আপনাকে অনেক অনেক ভাল লাগা দেবে।
১) সলিল চৌধুরি বাংলা ছবিতে প্রথমবার সুর করেন ১৯৪৯ সালে। ছবির নাম ছিল, 'পরিবর্তন'! কেরিয়ারে মোট ৪১ টি বাংলা ছবির গানে সুর দিয়েছেন তিনি।
২) হিন্দি ছবিতে সলিল চৌধুরি প্রথমবার সুরকার হিসেবে কাজ করেন ১৯৫৩ সালে। ফিল্মের নাম ছিল 'দো বিঘা জমিন'। তত্কালীন বম্বেতে গিয়ে বেশিদিন থাকেননি। তাতেও ৭৫-এর বেশি
হিন্দি ফিল্মের গানে সুর করেছেন তিনি।
৩) পাঁচ এবং ছয়ের দশকে সলিল চৌধুরি শুধু গানেই সুর করেননি। তিনি সেই সময় প্রচুর জিঙ্গল তৈরি করেছিলেন। যদিও জিঙ্গল শব্দের প্রচলন তখনও হয়নি। কিন্তু সলিল চৌধুরি তখন হামাম
সাবান, রেক্সোনা সাবান, লিপটন চা, দুলালের তালমিছড়ির মতো বহু কোম্পানির বিজ্ঞাপনে সুর করেছেন।
৪) বিমল রায়ের দেবদাস ফিল্মের সুরকার ছিলেন শচীন দেব বর্মন। আর ওই ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন সলিল চৌধুরি।
৫) বিটলসদের ১০ টি গান নিজে বাংলায় লিখেছিলেন সলিল চৌধুরি। সেগুলোর আসল সুর বজায় রেখেই তিনি তা গাইয়েছিলেন স্ত্রী সবিতা চৌধুরি, মেয়ে অন্তরা চৌধুরিদের দিয়ে।