বিরতির পর ফিরে এলেন হরনাথ চক্রবর্তী
বেশ কিছুটা গ্যাপের পর আবারও ছবি পরিচালনায় হরনাথ চক্রবর্তী। এইমাসেই মুক্তি তাঁর নতুন ছবি অমর প্রেম। ছবিতে উঠে এসেছে পুনজন্মের কথা। সদ্য হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ।
![বিরতির পর ফিরে এলেন হরনাথ চক্রবর্তী বিরতির পর ফিরে এলেন হরনাথ চক্রবর্তী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/12/70170-haranath.jpg)
ওয়েব ডেস্ক: বেশ কিছুটা গ্যাপের পর আবারও ছবি পরিচালনায় হরনাথ চক্রবর্তী। এইমাসেই মুক্তি তাঁর নতুন ছবি অমর প্রেম। ছবিতে উঠে এসেছে পুনজন্মের কথা। সদ্য হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ।
নতুনদের নিয়ে সবসময় ছবি করতে পছন্দ করেন, তাই এবার হরনাথ চক্রবর্তীর অমর প্রেম ছবিতে প্রধান চরিত্রের তিনজনেই নতুন। ছোটপর্দা খ্যাত গৌরব রায় চৌধুরী। সঙ্গে অন্তশীলা ও মেঘা। নিজের প্রথম ছবির জন্য কখনও ওজন বাড়াতে কখনও বা ওজন কমাতে হয়েছে গৌরবকে। ট্রেলার লঞ্চে এমনটাই জানালেন তিনি।
আরও পড়ুন- চিনা ছবি জুয়াংজ্যাং যাচ্ছে অস্কারে
বর্তমানে যে ধরনের ছবি টলি পাড়ায় তৈরি হচ্ছে তাতে পরিচালকের এই পুনর্জন্মের ছবি কতটা দর্শক টানবে তা নিয়ে একটু সংশয় রয়েছে বৈকি। তবে পরিচালক ও তাঁর দুই নায়িকা বেশ আশাবাদী।