close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

শাহরুখ আসছেন নেটফ্লিক্সে, দেখা যাবে ডেভিড লেটারম্যানের সঙ্গে, দেখুন টিজার

সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে শোয়ের প্রথম এপিসোডের টিজার।

Updated: Oct 9, 2019, 07:12 PM IST
শাহরুখ আসছেন নেটফ্লিক্সে, দেখা যাবে ডেভিড লেটারম্যানের সঙ্গে, দেখুন টিজার

নিজস্ব প্রতিবেদন: ডেভিড লেটারম্যানের সঞ্চলনায় নেটফ্লিক্সে শুরু হচ্ছে 'মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন'। যে টক শোয়ে প্রথমদিনই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি, প্রকাশ্যে আনা হয়েছে শোয়ের প্রথম এপিসোডের টিজার।

টিজারে শাহরুখকে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা বলে উল্লেখ করেন ডেভিড লেটারম্যান। সম্প্রতি মুম্বইতে শাহরুখের বাড়িতে হাজির হয়েছিলেন ডেভিড লেটারম্যান। টিজারে সেকথাও শাহরুখের গলায় উঠে আসে। শাহরুখের পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেট করেন ডেভিড লেটারম্যান। শাহরুখ নিজের হাতে তাঁকে ইতালিয়ান খাবার বানিয়ে খাওয়ান। টিজারে রয়েছে সেই সমস্ত দৃশ্যের কিছু ঝলক। শাহরুখের কথায় এধরনের মানুষের সঙ্গে সময় কাটানো একটা অসাধারণ অভিজ্ঞতা বলেও জানান শাহরুখ। কিং খানের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলি তাঁর জীবনের অন্যতম সেরা ও মজাদার মুহূর্ত বলে উল্লেখ করেন ডেভিড লেটারম্যান। 

আরও পড়ুন-মুখোপাধ্যায় বাড়ির পুজোয় কাজলের সঙ্গে বসে অঞ্জলি অমিতাভ-জয়ার, ভাইরাল ভিডিয়ো

'মাই নেকস্ট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন' এর ১ মিনিটের টিজারে অবশ্য এর থেকে বেশি কিছুই জানা যাচ্ছে না। ডেভিড লেটার ম্যানের সঙ্গে শাহরুখের এই টক শোয়ের এই এপিসোডটি দেখা যাবে আগামী ২৫ অক্টোবর।

আরও পড়ুন-টাকিতে দুই বাংলার মানুষের সঙ্গে পুজোর ভাসানে সামিল নিখিল-নুসরত