শ্রমিক থেকে বৃদ্ধাশ্রম, লক্ষাধিক মানুষের পেট ভরানোর দায়িত্ব নিলেন হৃত্বিক

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কাজ চলবে 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 8, 2020, 08:56 PM IST
শ্রমিক থেকে বৃদ্ধাশ্রম, লক্ষাধিক মানুষের পেট ভরানোর দায়িত্ব নিলেন হৃত্বিক

নিজস্ব প্রতিবেদন : ​এক লক্ষেরও বেশি মানুষের পেট ভরানোর দায়িত্ব নিলেন হৃত্বিক রোশন। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অর্থাত যতদিন পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত দৈনিক রোজগেরে শ্রমিক ও বৃদ্ধাশ্রমের অসহায় মানুষের খাবারের দায়িত্ব নিলেন বলিউড তারকা।

আরও পড়ুন : লকডাউনে ত্রাতা সলমন, ২৩ হাজার শ্রমিককে ৩ হাজার করে পারিশ্রমিক 'ভাইজানের'

অক্ষয় পাত্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন হৃত্বিক রোশন। ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়েই প্রতিদিন প্রায় ১.২ লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দেবেন বলিউড তারকা। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে হৃত্বিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্য়ুইট করেছে অক্ষয় পাত্র নামে ওই সংস্থা। বিভিন্ন শ্রমিক পরিবারগুলির পাশাপাশি বৃদ্ধাশ্রমের মানুষেরও যাতে খাবারের কষ্ট না হয়, এবার সেই দায়িত্বই নিলেন হৃত্বিক। প্রতিদিন লক্ষাধিক মানুষের পেটে খাবারের জোগান দিয়ে ফের খবরের শিরোনামে উঠে এলেন বলিউডের এই অভিনেতা।

 

জানা যাচ্ছে, বাড়িতে তৈরি  করা খাবারই দেওয়া হবে ওই সব অসহায় পরিবারগুলিকে এবং বৃদ্ধাশ্রমের মানুষদের। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই কাজ চলবে বলে জানানো হয়েছে।

.