close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

আইফার মঞ্চে পুরস্কার হাতে রণবীর, স্বামীর কথা শুনে কাঁদলেন দীপিকা

দর্শকাসনে বসেই কেঁদে ফেলেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী

Updated: Sep 19, 2019, 12:36 PM IST
আইফার মঞ্চে পুরস্কার হাতে রণবীর, স্বামীর কথা শুনে কাঁদলেন দীপিকা

নিজস্ব প্রতিবেদন: আইফাতে এবার সেরা অভিনেতার পুরস্কার পান রণবীর সিং। 'পদ্মাবত'-এর জন্যই সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রণবীরকে। আইফার সবুজ কার্পেট কাঁপিয়ে দীপিকা যখন মঞ্চের সামনে এসে বসেন, তখন পুরস্কার নিচ্ছেন রণবীর সিং। 

আরও পড়ুন : ​দীপিকাকে দেখে চোখের পলক পড়ল না সলমনের, ভাইরাল ভিডিয়ো
স্ত্রী দীপিকার জন্যই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। মাদাম তুসোয় দীপিকার যে আবহ মূর্তি রয়েছে, সেটাই সবচেয়ে সুন্দর এবং 'সেক্সি'। শুধু তাই নয়, শাশুড়ি মায়ের জন্যই দীপিকা এমন করে কঠোর পরিশ্রম করতে শিখেছেন। তাই দীপিকার আবহ মূর্তি দেখতে শাশুড়ি মায়ের সঙ্গে একযোগে তাঁরা লন্ডনে যাবেন বলেও মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানান রণবীর সিং। স্বামীর ওই কথাতেই চোখে জল চলে আসে দীপিকার। রণবীরের কথা শুনে দর্শকাসনে বসেই কেঁদে ফেলেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

আরও পড়ুন : শ্যুটিংয়ের জন্য মুম্বইতে মেট্রোতেই যাতায়াত করছেন অক্ষয়, দেখুন ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে মঞ্চে উঠে দীপিকা যখন দর্শকদের সঙ্গে কথা বলছেন, সেই সময় তাঁর বেগুনি রঙের ওড়না হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রণবীর সিং-কে। স্ত্রীর প্রতি রণবীরের এই ভালবাসার ছবি দেখে আপ্লুত হয়ে যান 'দীপবীরের' ভক্তরা।