ভিডিয়ো: পাকিস্তানি মহিলার আক্রমণে মার্জিত জবাব প্রিয়াঙ্কার

 প্রিয়াঙ্কার মার্জিত ভঙ্গিমায় সাফ জবাব মন জয় করেছে নেটিজেনদের। 

Updated By: Aug 11, 2019, 08:00 PM IST
ভিডিয়ো: পাকিস্তানি মহিলার আক্রমণে মার্জিত জবাব প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানি মহিলার আক্রমণের ঠাণ্ডা মাথায় জবাব দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পাক মহিলার প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার সাফ জবাব, তিনি যুদ্ধকে সমর্থন করেন না, তবে এই সবকিছুর উর্দ্ধে হল তিনি একজন দেশপ্রেমী। প্রিয়াঙ্কার মার্জিত ভঙ্গিমায় সাফ জবাব মন জয় করেছে নেটিজেনদের। 

সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তাঁর চিন্তাধারা নিয়ে প্রশ্ন তোলেন এক পাকিস্তানী মহিলা। ওই মহিলা জানতে চান, তিনি রাষ্ট্রসংঘের শান্তির দূত। তা সত্ত্বেও পাকিস্তানে পরমাণু বোমা আক্রমণের মতো চিন্তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। এই যুদ্ধে কোনও হার-জিতের জায়গা নেই। আমার মতো লক্ষ লক্ষ পাকিস্তানি আপনাকে শুরু থেকে সমর্থন করত।"

আরও পড়ুন-শুভশ্রীই কি 'গর্ভধারিণী'?

তার জবাবেই 'দেশি গার্ল' বলেন, ''পাকিস্তানেও আমার অনেক ভক্ত রয়েছে ঠিকই, তবে আমি ভারতীয়। আমি যুদ্ধকে সমর্থন করি না ঠিকই তবে এটাও ঠিক যে আমি দেশপ্রেমী। তাই পাকিস্তানে যাঁরা আমায় ভালোবাসেন, তাঁদের ভাবাবেগে যদি আঘাত করে থাকি, তাহলে দুঃখিত। '' এর পর নিজের অবস্থানের পেছনে যুক্তিও ব্যাখ্যা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "আমরা প্রত্যেকেই একটি মধ্যস্থতার জায়গা থেকে বিচার করি। আপনিও নিশ্চয় তাই করেন।" হাসিমুখেই পাকিস্তানি মহিলাকে শান্ত থাকতেও অনুরোধ করেন তিনি। তাঁকে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেন প্রিয়াঙ্কা। তিনি মনে করিয়ে দেন,"আমরা সকলেই এখানে ভালবাসার উদ্দেশে এসেছি।"

চলতি বছর ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইককে সমর্থন করে টুইট করেন প্রিয়াঙ্কা, সোশ্যাল মিডিয়ায় লেখেন 'জয় হিন্দ'। প্রিয়াঙ্কার সেই টুইট ঘিরেই এদিন তাঁকে প্রশ্ন তোলেন ওই পাক মহিলা।

এদিকে ক্যামেরার সামনেই প্রিয়াঙ্কাকে সমালোচনামূলক প্রশ্নে বিদ্ধ করায় অস্বস্তিতে পড়েন শোয়ের সঞ্চালক। অনুষ্ঠান হলের মধ্যেও ওঠে গুঞ্জন। তবে, একটুও বিচলিত হননি প্রিয়াঙ্কা। প্রথমেই তিনি পাকিস্তানি মহিলাকে তাঁর প্রশ্ন শেষ করতে অনুরোধ করেন। এর পর তিনি অত্যন্ত শান্তভাবে, মার্জিত ভঙ্গিতে নিজের মতামত ব্যক্ত করেন। 

প্রিয়াঙ্কার সু্ন্দর উত্তর শুনে অনুষ্ঠান চলাকালীনই হাততালি দেন সকলে। প্রিয়াঙ্কার জবাব দেওয়ার ভঙ্গি তাঁর চারিত্রিক দৃঢ়তা ও মার্জিত ব্যবহারের পরিচয় বলেই মনে করছেন নেটিজেনরা। 

আরও পড়ুন-ভিডিয়ো: গান্ধীর পছন্দের 'বৈষ্ণব জন তো'র বাংলা অনুবাদে গাইলেন শ্রেয়া

.