মহালয়াতে আদিশক্তির নয় অবতারে ইন্দ্রাণী হালদার
ওয়েব ডেস্ক: 'এই ব্রহ্মাণ্ডের সব কিছুই তাঁর ইচ্ছেতেই ঘটে। যখন জীবকুলর উপর নেমে আসে ঘোর বিপদের কালো ছায়া, তখন শ্রী শ্রী চণ্ডীর মহা জাগরণী মন্ত্রে সৃষ্টি হয় নব শক্তির।'
এবছর দেবীপক্ষের সূচনা লগ্নে 'জি বাংলা'র মহালয়া 'রূপং দেহি, জয়ং দেহি'-তে দুর্গার সেই ৯ অবতারে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। জয়ন্তী,মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী, মহিষাসুরমর্দিনী-সহ আদিশক্তির নানা রূপ দেখা যাবে পর্দায়। মহালয়ার দিন ভোর ৫টা সম্প্রচারিত হবে জি বাংলা-য়। ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল পেজে এবং অভিনেত্রী নিজেও তাঁর সোশ্যাল সাইটে 'রূপং দেহি, জয়ং দেহি'-প্রোমো শেয়ার করেছেন।
তবে শুধু ইন্দ্রাণী হালদারই নয়, এই অনুষ্ঠানে চমক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার নয়, এর আগেও মহালয়াতে দুর্গা রূপে ইন্দ্রাণী ও শ্রাবন্তীকে পেয়েছেন দর্শকরা।
'রূপং দেহি, জয়ং দেহি' ছাড়াও মহালয়ার দিন জি বাংলায় ছোটদের জন্যেও থাকছে অ্যানিমেটেড মহালয়া। সেটিও অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
আরও পড়ুন- ভয় ও যৌনতা ঝুলিতে ভরে প্রকাশ্যে 'রাগিনী রিটার্নস'-এর ট্রেলার