নিজস্ব প্রতিবেদন:  ৯০ কিলো থেকে কীভাবে তন্বী হলেন সারা, এবার ফের স্মৃতিকে আরও একবার উসকে দিলেন সারা আলি খান। বিশ্ব নারী দিবসে নিজের জীবনের লড়াইকে সবার সামনে তুলে ধরলেন সইফ-কন্যা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সারা নিজের পুরনো ছবির সঙ্গে বর্তমান রূপকে মিশিয়ে একটি ছবি শেয়ার করেন। সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : প্রিয় বন্ধুর স্বামীকে ছিনিয়ে নিয়ে বিয়ে করেন অমৃতা! মালাইকার বোনকে নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি এখনও
দেখুন সারা আলি খানের সেই পোস্ট...


 



তুমি যেমন, সেভাবেই তোমার রূপ প্রকাশ করো। নিজের বিভিন্ন সময়ের ছবি শেয়ার করে এভাবেই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানান সারা আলি খান। সেই সঙ্গে বিশ্ব নারী দিবসে প্রত্যেক মহিলা যাতে নিজেকে আরও বেশি করে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারেন, সেই বার্তাও দেন সারা।


আরও পড়ুন :  ভারতের বাইরে দুবাইতে বিলাসবহুল বাংলো, শাহরুখের ১৮ কোটির 'জন্নত'-কে দেখেছেন!
সম্প্রতি মুক্তি পায় সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের সিনেমা লভ আজকাল টু। যদিও এই সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। লভ আজকাল পার্ট টু মুক্তি পাওয়ার পর আপাতত কুলি নম্বর ওয়ানের রিমেকের শ্যুটিং করছেন সারা। এই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সইফ-কন্যা।