যশ না রুহি, জমজ সন্তানকে চেনার উপায় বাতলালেন করণ
যশ ও রুহি। বলিউডের পরিচালক প্রযোজককে চেনা বড়ই দুষ্কর। কারণ, জমজ এই দুই ভাইবোনকে দেখতে খানিকটা একইরকম। তবে যশ ও রুহিকে সহজেই আলাদা করে চিনে ফেলার উপায় বাতলে দিয়েছেন খোদ বাবা করণ জোহর নিজেই। এখন আপনি চোখ বুঝেই চিনে নিতে পারেন দুজনকে।
![যশ না রুহি, জমজ সন্তানকে চেনার উপায় বাতলালেন করণ যশ না রুহি, জমজ সন্তানকে চেনার উপায় বাতলালেন করণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/20/106228-ruhi1.jpg)
নিজস্ব প্রতিবেদন : যশ ও রুহি। বলিউডের পরিচালক প্রযোজককে চেনা বড়ই দুষ্কর। কারণ, জমজ এই দুই ভাইবোনকে দেখতে খানিকটা একইরকম। তবে যশ ও রুহিকে সহজেই আলাদা করে চিনে ফেলার উপায় বাতলে দিয়েছেন খোদ বাবা করণ জোহর নিজেই। এখন আপনি চোখ বুঝেই চিনে নিতে পারেন দুজনকে।
সম্প্রতি, আদরের কন্য রুহির কান বিঁধিয়ে দিয়েছেন করণ। তাই জুহির কানে হাত দিলেই মিলবে ছোট্ট কানের দুল। আর এভাবে সহজেই যশ ও রুহিকে আলাদা করে চিনে নেওয়া সম্ভব। ধর্মা প্রোডাকশনের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে সম্প্রতি যশ ও রুহির একটি ছবি পোস্ট করেছেন করণ জোহর।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে করণ জানান, যশ ও রুহি যত বড় হচ্ছে, তত তাদের বদমাশি বাড়চ্ছে, আর তাঁর পক্ষে তাঁদের সামলানো ভীষণই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে বাচ্চাদের সামলানোর বিষয়ে করণ তাঁর ঘনিষ্ঠ বন্ধু করিনা ও রানির কাছ থেকে টিপস নেন বলেও জানান।
আরও পড়ুন- যশ ও রুহির নতুন ছবি শেয়ার করলেন করণ জোহর