মার্গারিটার প্রেমে মজেছেন আমির

এই শুক্রবার মুক্তি পাচ্ছে এযাবতকালে আন্তর্জাতিকস্তরে সবথেকে প্রশংসিত দুটি ভারতীয় ছবি। 'মার্গারিটা উইথ এ স্ট্র' এবং 'কোর্ট।'।  

Updated By: Apr 16, 2015, 11:37 PM IST
 মার্গারিটার প্রেমে মজেছেন আমির

নয়া দিল্লি: এই শুক্রবার মুক্তি পাচ্ছে এযাবতকালে আন্তর্জাতিকস্তরে সবথেকে প্রশংসিত দুটি ভারতীয় ছবি। 'মার্গারিটা উইথ এ স্ট্র' এবং 'কোর্ট।'।  

কাল্কি কোয়েচলিনের 'মার্গারিটা...' নিয়ে ইতমধ্যেই উচ্ছসিত বলিউডি সেলেবরা। রুপোলী জগতের হু'স হুদের মুখে এই সিনেমার প্রশংসা থামছেই না। অন্যদিকে, জাতীয় পুরস্কারজয়ী 'কোর্ট' নজর কেড়েছে ইন্ডাস্ট্রির বিগ-উইগস-দের।

নিজের টুইটার অ্যাকাউন্টে দু'টি সিনেমারই উচ্ছসিত প্রশংসা করেছেন আমির খান। বলিউডের মিস্টার পারফেকসনিস্ট যখন নিজের টুইটারে কোনও সিনেমার কথা লেখেন, সেই সিনেমা নিয়ে নিজে থেকেই উৎসাহ চতুর্গুণ বেড়ে যায়।

সিনেমাপ্রেমীদের তিনি অনুরোধ করেছেন হলে গিয়ে এই সিনেমা দুটো দেখে আসার।

'মার্গারিটা উইথ এ স্ট্র'-তে কাল্কি কোয়েচলিন একজন সেরিব্রাল পলসিতে আক্রান্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

.