'শান্ত হও মা', পৃথিবীর ও প্রকৃতির কাছে একঝাঁক বিশিষ্টদের আর্তি

'জয় হো মা' গানে গলা মেলালেন অনুপম, রূপঙ্কর, ইমন, রাঘব, লগ্নজিতা সহ বিশিষ্টরা

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: May 26, 2021, 11:39 PM IST
'শান্ত হও মা', পৃথিবীর ও প্রকৃতির কাছে একঝাঁক বিশিষ্টদের আর্তি

নিজস্ব প্রতিবেদন: অশান্ত পৃথিবী। প্রায় এক বছর ধরে অতিমারির কবলে বিশ্ব। দেশ থেকে রাজ্য, কোথাও স্বস্তি নেই। চারিদিকে হাহাকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত সাধারণ মানুষ। তারই সঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়। একদিকে অতিমারি অন্যদিকে প্রকৃতির তাণ্ডব নৃত্য, পরিজনদের হারাচ্ছেন মানুষ। প্রকৃতি কেড়ে নিচ্ছে শেষ সম্বল টুকুও। মন খারাপ সকলের। হাঁপিয়ে উঠছে জনজীবন। লকডাউনের জেরে থমকে রয়েছে জীবন। এই কঠিন পরিস্থিতিতে শিল্পীরা গেয়ে উঠলেন গান, শান্ত হও মা।

আরও পড়ুন: রিয়েল লাইফ চরিত্র থেকেই অনুপ্রাণিত ছিল 'প্রাক্তন'-র চিত্রনাট্য, জেনে নিন শুটিংয়ের নেপথ্য গল্প

ভয়াবহ পরিস্থিতিতে এই গানের ভাবনা আসে পারকশনিস্ট শুভেন চট্টোপাধ্যায়ের মাথায়। সঙ্গীত পরিচালনা তাঁরই, গানটি লিখেছেন আনিস রঘুনাথ। মাদার নেচারকে শান্ত হওয়ার আর্তি সকলের কন্ঠে। জয় হো মা। শিল্পীরা লক়ডাউনে ঘরবন্দি অবস্থাতেই শুটিং করেছেন ভিডিওর। ট্র্যাক পাঠিয়ে গান রেকর্ড করিয়েছেন সঙ্গীত পরিচালক। গান গেয়েছেন অনুপম রায়, রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জোজো, লগ্নজিতা, জলি মুখার্জি, অভিনেতা চিত্রাঙ্গদা, চিকিৎসক কুণাল সরকার সহ বিশিষ্টরা।

 

বর্তমান পরিস্থিতির জন্য এই গানটি একেবারে প্রযোজ্য। প্রযোজক এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদাউসুল হাসান এবং সেন্ট জেভিয়ার্স কলেজের উদ্যোগে গানটি প্রকাশিত হল। জয় হো মা-বিশিষ্টদের গানের সুরে আবেগে ভেসেছেন নেটিজেনরা। নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন চট্টোপাধ্যায় পোস্ট করেছেন এই মন ভাল করা গান। শেয়ারের পর শেয়ার হয়েছে এই গান। মিউজিক থেরাপি কঠিন সময়ে কাজ করে, ঠিক সেই জায়গা থেকেই এই গান মনোবল বৃদ্ধি করবে সকলের, কঠিন পরিস্থিতিতে ফের নতুন করে বাঁচার আশা জোগাবে সকলকে, মত সঙ্গীত পরিচালকের। 

.