''দীপিকার জীবনে আমার মত লোকের খুবই প্রয়োজন'', মনে করেন রামদেব
''দীপিকার জীবনে স্বামী রামদেবের মত একজন ব্যক্তির ভীষণই প্রয়োজন।''
নিজস্ব প্রতিবেদন: JNU কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানো নিয়ে এবার মুখ খুললেন বাবা রামদেব। এই বিষয়ে বাবা রামদেবের সোজা সাপটা বক্তব্য, ''দীপিকার জীবনে স্বামী রামদেবের মত একজন ব্যক্তির ভীষণই প্রয়োজন। যে তাঁকে সব বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবে।''
JNU-কাণ্ডের পর দীপিকা পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। আর তা নিয়েই যতরকম আলোচনায় উঠে আসেন দীপিকা। তাঁর ছবি 'ছপক' থেকে নজর সরে গিয়ে কমবেশি সকলেই তাঁর JNU-এর ক্যাম্পাসে যাওয়া নিয়ে আলোচনায় মগ্ন হন। কিছু লোকজন দিপ্পির JNU-এ যাওয়া এক্কেবারেই ভালোভাবে নেননি। তাঁদের কেউ বলেছেন, দীপিকা তাঁর ছবির প্রচারেই JNU-এর ক্যাম্পাসে গিয়েছেন। কেউ আবার বলেছেন মেঘনা গুলজার দিপ্পিকে প্রভাবিত করেছেন। কেউ আবার JNU-কাণ্ডে দীপিকার পড়ুয়াদের পাশে দাঁড়ানোর ঘটনায় বীতশ্রদ্ধ তাঁর ছবি 'ছপক' বয়কটের ডাক দিয়েছেন। এমনকি এই ঘটনার জন্য দীপিকাকে খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরেও রোষের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন-টিকটক ডান্সারের নাচে মন্ত্রমুগ্ধ হৃত্বিক থেকে অমিতাভ, বলিউডের ছবিতে সুযোগ?
.@deepikapadukone visits JNU as she stands in solidarity with the students and faculty post the attack!#DeepikaPadukone | #JNU | #JNUAttacks | #JNUProtests | #JNUViolence | #JNUMobAttack | @DeepikaPFC | @DeepikaHolics | @TeamDeepikaMY_ pic.twitter.com/uIjZ6mEFhE
— SpotboyE (@Spotboye) January 7, 2020
আবার অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। পরিচালক প্রযোজক অনুরাগ কাশ্যপের কথায়, 'দীপিকা পুরুষের থেকেও শক্তিশালী'। তাঁর এই পদক্ষেপে কোনও রকম প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। দিপ্পির হয়ে সুর চড়িয়েছেন কানহাইয়া কুমার। এবার খোদ বাবা রামদেবের মুখে উঠে এল 'বলিউডের পদ্মাবতী'র নাম। বাবা রামদেবের কথায়, ''দীপিকার জীবনে বাবা রামদেবের মতো একজন ব্যক্তির খুবই প্রয়োজন। যে দীপিকাকে সুপরামর্শ দেবে।''
আরও পড়ুন-প্রয়াত রাজ কাপুর কন্যা ঋতু কাপুর নন্দা, শোকের ছায়া কাপুর ও নন্দা পরিবারে
এখানেই শেষ নয়, রামাদেবের কথায়, ''দীপিকার উচিত প্রথমে দেশের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি সম্পর্কে জানা, তারপর কোনও সিদ্ধান্ত নেওয়া। ''
আরও পড়ুন-মাঝরাতেই সারপ্রাইজ! ইনস্টাগ্রামে বিয়ের কার্ড পোস্ট করলেন দেব