চিনা ছবি জুয়াংজ্যাং যাচ্ছে অস্কারে

সোনু সুদ অভিনীত চিনা ছবি জুয়াংজ্যাং অস্কারে যাচ্ছে। ভারত-চিন যৌথ প্রযোজনার ছবিতে সম্রাট হর্ষবর্ধনের চরিত্রে সোনু।

Updated By: Nov 9, 2016, 05:22 PM IST
চিনা ছবি জুয়াংজ্যাং যাচ্ছে অস্কারে

ওয়েব ডেস্ক: সোনু সুদ অভিনীত চিনা ছবি জুয়াংজ্যাং অস্কারে যাচ্ছে। ভারত-চিন যৌথ প্রযোজনার ছবিতে সম্রাট হর্ষবর্ধনের চরিত্রে সোনু।

চিনা ছবি জুয়াংজ্যাংয়ে তিনি রাজা হর্ষবর্ধনের ভূমিকায়। সোনু সুদ ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলি ফজল ও নেহা শর্মা। ভারত-চিন সম্পর্কের জেরে বলিউডে ইন্দো-চিন ষৌথ প্রযোজনায় তিনটি ছবির মধ্যে এই জুয়াংজ্যাং চলল অস্কারে। স্বভাবতই খুশি সোনু।

আরও পড়ুন- ফের একসঙ্গে শাহরুখ-সলমন

সোনুর মা ছিলেন ইতিহাসের অধ্যাপক। কিন্তু ছাত্রজীবনে তিনি ইতিহাস থেকে পালিয়ে পালিয়েই বেরিয়েছেন। কিন্তু এই ছবির জন্যই তাঁকে ফিরতে হয়েছে ছোটবেলায় ভয় পাওয়া সাবজেক্টের কাছেই। তু-তক তু-তক তুতিয়া ও জুয়াংজ্যাং ছাড়াও সোনু জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করেছএন কুংফু ষোগা ছবিতে। সেই ছবিতে কীভাবে অ্যাকশন সিনে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল, বেঙ্গালুরুর শুটিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে জানালেন তাও।

আরও পড়ুন- শুধু বলিউড- তামিল নয়, এবার দেশের যেখানকার ছবিও ১০০ কোটির ক্লাবে ঢুকল

.