নিজস্ব প্রতিবেদন: সন্তানের জীবনে বাবা-মায়ের থেকে বড় ভূমিকা বোধহয় আর কারোর হতে পারে না। সমস্ত সমস্যা, বিপদ থেকে সন্তানকে সরিয়ে রাখার চেষ্টা যদি কেউ করেন তা হয়ত বাবা-মাই। আর পাঁচজন সাধারণ মানুষের ক্ষেত্রে একথা যেমন সত্যি, তেমনই সত্যি সেলেবদের ক্ষেত্রেও। অভিনেতা অজয় দেবগণের ক্ষেত্রে বীরু দেবগণের অবদান ঠিক এমনই সত্যি। শুধু অজয় নয়, অজয়ের স্ত্রী তথা কাজলের কাছেও যথেষ্ঠ কাছের ছিলেন বীরু দেবগণ। সোমবার বীরু দেবগণের প্রয়াণের খবরে সেকারণেই হয়ত ভেঙে পড়তে দেখা গেল কাজলকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন, অভিনেতা তথা, চিত্র পরিচালক, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণকে শেষ শ্রদ্ধা জানাতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানেই 'রাই' কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল কাজলকে।


আরও পড়ুন-প্রয়াত অজয় দেবগণের বাবা বীরু দেবগণ




এদিন চিত্র পরিচালক তথা খ্যতনামা অ্যাকশন ডিরেক্টরকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছোন অমিতাভ বচ্চনও।


আরও পড়ুন-বাবা কুণাল খেমুর জন্য পিয়ানো বাজিয়ে গান গাইলো দেড় বছরের ইনায়া



এদিন বাবা বীরু দেবগণের মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় ছেলে অজয় দেবগণকে।


আরও পড়ুন-তিনিই কি তাহলে করণ জোহরের সেই প্রেমিক? মুখ খুললেন প্রবাল গুরুং





এদিন বীরু দেবগণকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছছিলেন, শাহরুখ খান, সানি দেওল, অভয় দেওল, রীতেশ দেশমুখ, সাজিদ খান, সঞ্জয় দত্ত, হরমন বাওয়াজা, অনিল কাপুর, বনি কাপুর, অর্জুন কাপুর, মহেশ ভাট, সেলিম খান সহ বলিউডের অসংখ্য খ্যতনামা ব্যক্তিত্ব।


আরও পড়ুন-জুনেই বিয়ে সাংসদ-অভিনেত্রী নুসরতের, পাত্র কে জেনে নিন...










প্রসঙ্গত, সোমবার সকালে মুম্বইতেই মৃত্যু হয় বীরু দেবগণের। জানা যাচ্ছে, এদিন সকালেই তিনি অসুস্থবোধ করলে তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। এদিন সন্ধেয় মুম্বইয়ের ভিলে পার্লে হাসপাতালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


আরও পড়ুন-প্রেমিকা গ্র্যাব্রিয়েলার জন্য 'সাধ' এর অনুষ্ঠান করলেন হবু বাবা অর্জুন