ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানালেন কল্কি

ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পরিচিত মুখ কল্কি কোয়চলিন। এবার প্রকাশ করলেন শৈশবে নিজেরই যৌনহেনস্থার শিকার হওয়ার কথা। এতদিন তিনি মুখ খোললনি কারণ এটা কোনও একদিনেক শিরোনাম তৈরির গল্প ছিল না। এ এক কঠোর বাস্তব যার সঙ্গে তাঁর ছোটবেলা কেটেছে।

Updated By: Apr 9, 2014, 11:29 PM IST

ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পরিচিত মুখ কল্কি কোয়চলিন। এবার প্রকাশ করলেন শৈশবে নিজেরই যৌনহেনস্থার শিকার হওয়ার কথা। এতদিন তিনি মুখ খোললনি কারণ এটা কোনও একদিনেক শিরোনাম তৈরির গল্প ছিল না। এ এক কঠোর বাস্তব যার সঙ্গে তাঁর ছোটবেলা কেটেছে।

কল্কি জানান ঘটনার কথা প্রকাশ করতেই তাঁর বহুদিন সময় লেগেছিল। লেখা, ছবি আঁকা ও অভিনয়ের মাধ্যমে নিজেকে মুক্ত করেছেন তিনি। তবে সকলে তাঁর মত খোলাখুলি এই বিষয়ে কথা বলার সুযোগ পান না সে কথাও স্বীকার করেছেন কল্কি।

যেইসব মহিলা ও শিশুরা যৌন হেনস্থার শিকার হন, বিশ্বস্ত কারও কাছে তাদের অভিজ্ঞতার কথা খুলে বলতে পরামর্শ দিয়েছেন কল্কি।

.