close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বন্ধুর সঙ্গে দুবাইতে, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর বিকিনি ছবি

দুবাইয়ের সৈকতে দেখা যায় তাঁকে 

Updated: Oct 14, 2019, 09:08 AM IST
বন্ধুর সঙ্গে দুবাইতে, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর বিকিনি ছবি

নিজস্ব প্রতিবেদন : বন্ধুর সঙ্গে দুবাইতে বেড়াতে গেলেন কামিয়া পঞ্জাবি। দুবাইতে গিয়ে সেখান থেকে কামিয়া যখন ছবি শেয়ার করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কি অবাক লাগছে শুনে? বিষয়টি খুলেই বলা যাক তাহলে।

আরও পড়ুন : বাড়িতে লক্ষ্মীর আরাধনা, নিজের হাতে গুছিয়ে পুজো সারলেন মিমি
সম্প্রতি বন্ধু সলাভ ডাঙ-এর সঙ্গে দুবাইতে বেড়াতে যান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কামিয়া পঞ্জাবি। দুবাইতে গিয়ে সমুদ্র সৈকতে বিকিনি পরে ঘুরে বেড়তে দেখা যায় বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীকে। টেলিভিশন অভিনেত্রীর ওই বিকিনি ছবি দেখে সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত ২০১৩ সালে বান্টি নেগির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কামিয়া পঞ্জাবির। এরপরই সলাভ ডাঙের সঙ্গে সম্পর্কে জড়ান টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।