পারিশ্রমিকের নিরিখে দীপিকাকেও ছাপিয়ে গেলেন কঙ্গনা!
এবার তামিল নাডুর প্রাক্তন মুখ্য়মন্ত্রী 'জয়ললিতা'র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
নিজস্ব প্রতিবেদন: সত্যিই তিনি 'কুইন' ই বটে। এবার বলিউডের পারিশ্রমিকের নিরিখে সমস্ত অভিনেত্রীদের ছাপিয়ে গেলেন কঙ্গনা রানাওয়াত। 'মনি কর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি'র পর এবার তামিল নাডুর প্রাক্তন মুখ্য়মন্ত্রী 'জয়ললিতা'র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষাতে মুক্তি পাবে। তামিল ভাষাতে ছবির নাম 'থলাইভি', আর হিন্দিতে ছবির নাম হবে 'জয়া'। যে ছবির গল্প লিখেছেন বাহবলী খ্যাত লেখক কে ভি বিজয়েন্দ্র। সূত্রের খবর জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য ২৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা। এর আগে 'সিমরণ' 'রেঙ্গুন' করার সময় কঙ্গনার পারিশ্রমিক ছিল ১১ কোটি টাকা। আর এই পারিশ্রমিকের পর কঙ্গনার দেশের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী। এর আগে 'পদ্মাবত'-এ অভিনয়ের জন্য দীপিকা পারশ্রমিক হিসাবে নিয়েছিলেন ১৩ কোটি টাকা। রণবীর সিং ও শাহিদ কাপুর পেয়েছিলেন ১০ কোটি টাকা।
আরও পড়ুন-৫৩ বছর কি প্রকাশিত হবে লাল বাহাদূর শাস্ত্রীর মৃত্যু রহস্য?
আরও পড়ুন-প্রকাশ্যে আলিয়াকে চুম্বন রণবীরের, ভাইরাল ভিডিও...
সম্প্রতি 'ভিরে দি ওয়েডিং'- এর সাফল্যের পর করিনা কাপুর খানও নাকি তাঁর পারিশ্রমিক বাড়িয়ে ১০ কোটি টাকা করেছেন। যদিও 'ভিরে দি ওয়েডিং' ছবিটিতে করিনা ছাড়াও অন্যান্য অভিনেত্রীরাও ছিলেন, তবুও করিনার স্টারডমের জন্যই নাকি ছবিটি হিট হয়েছে বলে দাবি করা হয়। এই ছবিতে করিনা পারিশ্রমিক পেয়েছিলেন ৭ কোটি টাকা। প্রসঙ্গত, বলিউডে অভিনেতাদের পারিশ্রমিক অবশ্য অভিনেত্রীদের থেকে আরও অনেক বেশি। বিশেষ করে খান দের পারিশ্রমিক ৫০ কোটিরও উপরে।
জয়ললিতার বায়োপিকে অভিনয় করা প্রসঙ্গে কঙ্গনা বলেন, '' আমি বরাবরই আঞ্চলিক ছবিতে কাজ করতে চেয়েছি। যখন আমি তামিলনাড়ুতে যাই, তখন দেখেছি, সেখানকার মানুষ শুধুমাত্র তাঁদের ভাষাতেই সিনেমা দেখতে পছন্দ করেন। তাই তাঁদের সঙ্গে বলিউডের একটা দূরত্ব রয়েছেই। আমি তাই একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। আর এই ছবিটা আমাকে সেই সুযোগ দিচ্ছে। ''
আরও পড়ুন-কংগ্রেসের প্রার্থী হচ্ছেন 'রঙ্গিলা গার্ল' উর্মিলা?