নিজস্ব প্রতিবেদন : এমনিতেই সোশ্যাল মিডিয়ায় প্রায় নিত্যদিনই চর্চায় থাকেন কঙ্গনা রানাউত। বুধবারই মেক্সিকো ভ্রমণের একটি পুরনো ছবি পোস্ট করেছেন কঙ্গনা (Kangana Ranaut)। যেখানে সমুদ্র সৈকতে লাল-কালো বিকিনিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর এরপরেই নেট দুনিয়ায় কিছু লোকজনের আক্রমণের শিকার হন অভিনেত্রী। যদিও কঙ্গনাও ছেড়ে দেওয়ার পাত্রী নন, তিনিও পাল্টা জবাব দেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে কঙ্গনা (Kangana Ranaut) যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে লালকালো বিকিনি পরে সৈকতে বসে রয়েছেন অভিনেত্রী। তাঁর উন্মুক্ত পিঠে এসে পড়েছে কোঁকড়ানো চুল। পাশে বালির উপর উপুর করে রাখা একটি বই। ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ''সুপ্রভাত বন্ধুরা, আমার দেখা সমস্ত জায়গাগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেক্সিকো। সুন্দর তবে অনিশ্চয়তায় ভরা। এটি মেক্সিকোর একটা ছোট্ট দ্বীপ টুলুম-এর ছবি।''


আরও পড়ুন-Neha Kakkar-এর নকল 'বেবি বাম্প' নিয়ে মশকরা স্বামী Rohanpreet Singh-এর, দেখুন ভিডিয়ো



কঙ্গনার এই জবাবে তাঁর অনেক অনুরাগীই আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।


আরও পড়ুন-শাড়ি উড়িয়ে শ্যুটিং করলেন Mimi Chakraborty, মুক্তি পেল 'তোমার খোলা হাওয়া'র টিজার