করণের আগামী ছবি ব্রাদার্সে অক্ষয়, জ্যাকলিন
শুদ্ধিতে সলমনের পর এবার করণ জোহরের ব্রাদার্স ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মলহোত্রা। আগামী বছর গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে চলেছে ব্রাদার্স।
![করণের আগামী ছবি ব্রাদার্সে অক্ষয়, জ্যাকলিন করণের আগামী ছবি ব্রাদার্সে অক্ষয়, জ্যাকলিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/22/28361-karanakshay.jpg)
ওয়েব ডেস্ক: শুদ্ধিতে সলমনের পর এবার করণ জোহরের ব্রাদার্স ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মলহোত্রা। আগামী বছর গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে চলেছে ব্রাদার্স।
করণ টুইট করেন, "ধর্মা প্রোডাকশনস, লায়নসগেট, এন্ডেমল ইন্ডিয়া প্রযোজিত, করণ মলহোত্রা পরিচালিত ও অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, সিদ্ধার্থ মলহোত্রা, জ্যাকি শ্রফ অভিনীত ব্রাদার্স মুক্তি পাবে ২ অক্টোবর, ২০১৫।"
এর আগে ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে সিদ্ধার্থ মলহোত্রাকে লঞ্চ করেছিলেন করণ। অগ্নিপথের রিমেকে সুযোগ দিয়েছিলেন নবাগত পরিচালক করণ মলহোত্রাকে। অন্যদিকে, শাহরুখের বাইরে বেরিয়ে এবার সলমনের পর অক্ষয়কে ছবিতে কাস্ট করলেন তিনি। কিক ছবিতে সলমনের পর এবার অক্ষয়ের বিপরীতে আবারও বড় সুযোগ পেলেন জ্যাকলিন।