একটি নয়, দুটি নয়, হাতে তিন তিনটি বড় ছবি, বলিউডে ফের চড়ছে করিনার কেরিয়ার পারদ

বয়স ৩৫। এই মুহূর্তে বলিউডের প্রথম সারিতে থাকা সব নায়িকার থেকেই তার বয়স বেশি। তিরিশ পেরোলেই নায়িকারা বুড়ি এই মিথ ধারনা ভেঙে করিনার ঝুলিতে এখন তিন তিনটি বড় ব্র্যান্ডের ছবি।

Updated By: Sep 25, 2015, 01:57 PM IST
একটি নয়, দুটি নয়, হাতে তিন তিনটি বড় ছবি, বলিউডে ফের চড়ছে করিনার কেরিয়ার পারদ

ওয়েব ডেস্ক: বয়স ৩৫। এই মুহূর্তে বলিউডের প্রথম সারিতে থাকা সব নায়িকার থেকেই তার বয়স বেশি। তিরিশ পেরোলেই নায়িকারা বুড়ি এই মিথ ধারনা ভেঙে করিনার ঝুলিতে এখন তিন তিনটি বড় ব্র্যান্ডের ছবি।

কাজ শেষ করে ফেলেছেন পরিচালক অভিষেক চৌবের উড়তা পঞ্জাবের,  শুটিং চলছে আর বালকির আগামী ছবি কি অ্যান্ড কা-এর। এছাড়াও করিনার হাতে রয়েছে শোয়েব মনসুরের আগামী ছবি। প্রযোজনা করছেন কৃশিকা লুল্লা। এখনও পর্যন্ত এই বছরের সবথেকে সফল ছবি বজরঙ্গী ভাইজানেরও নায়িকা ছিলেন করিনাই। তবে এই সব ছবির থেকে একেবারেই আলাদা হতে চলেছে করিনার এই নতুন ছবি।

উড়তা পঞ্জাবে করিনার বিপরীতে রয়েছেন শাহিদ কপূর। জব উই মেটের ৮ বছর পর শাহিদ-করিনার সুপারহিট জুটি ফিরছে বড়পর্দায়। রয়েছেন আলিয়া ভটও। কি অ্যান্ড কা ছবিতে করিনার বিপরীতে রয়েছেন অর্জুন কপূর।

 

.