ক্যাট-বিল্লির নাচ দেখবে কলকাতা

আগামী ২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনে হতে চলেছে আইপিএল সিক্সের। আর সেখানেই কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে আসল ধামাকা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

Updated By: Mar 12, 2013, 08:45 PM IST

আগামী ২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনে হতে চলেছে আইপিএল সিক্সের। আর সেখানেই কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে আসল ধামাকা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে।
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে উদ্বোধন। সেই অনুযায়ী ওই সময় কোনও খেলা রাখা হচ্ছে না যুবভারতীতে।
বহুদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার মধ্যে। তবে কি আইপিএলের উদ্বোধনী মঞ্চই হবে তাঁদের মিলনক্ষেত্র? নাকি একে অপরের দিকে পিছন ফিরেই নাচবেন ক্যাট-বিল্লি?

.