কাকতালীয় না ঐশ্বরিক? বক্স অফিসেও ২১-এর গর্জন 'কেশরী'র
'সারগড়ীর যুদ্ধ' -এর প্রেক্ষাপটে তৈরি এই ছবি মুক্তির প্রথমদিনে বক্স অফিসে কামাল করেছে।
নিজস্ব প্রতিবেদন: হলির দিন গেরুয়া রঙে সিনেমাপ্রেমীদের রাঙিয়ে দিয়েছেন অক্ষয় কুমার। দেশজুড়ে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি কেশরী। ১৮৯৭ সালে 'সারগড়ীর যুদ্ধ' -এর প্রেক্ষাপটে তৈরি এই ছবি মুক্তির প্রথমদিনে বক্স অফিসে কামাল করেছে।
অক্ষয়ের 'কেশরী'-তে কিছুটা কাকতালীয় ভাবেই রয়েছে ২১-এর টুইস্ট। ২১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবির ট্রেলর। ২১ মার্চ মুক্তি পায় ছবিটি। আবার মুক্তির প্রথম দিনে কেশরীর ব্যবসার পরিমানও ২১ কোটি। এখানেই শেষ নয়, এই ছবির প্রেক্ষাপটে দেখা গেছে আফগান ওরাকজাইদের বিরুদ্ধে লড়াই করেছেন ২১ জন ভারতীয় শিখ সেনা।
আরও পড়ুন-আদতে কি এই রকম দেখতে আমিরকে?
তাহলেই বুঝুন...
#Kesari roars... Sets the BO on ... Emerges the biggest opener of 2019 [so far]... After limited shows in morning/noon [#Holi festivities], the biz witnessed massive growth from 3 pm/4 pm onwards... Evening shows saw terrific occupancy... Thu ₹ 21.50 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) March 22, 2019
'গোল্ড'-এর পর 'কেশরী' অক্ষয় কুমারের অন্যতম বিগেস্ট ওপেনিং ছবি। এমনকি প্রথম দিনের বক্স অফিস কালেকশন রণবীরের 'গলি বয়'-কেও ছাপিয়ে গেছে অক্ষয়ের 'কেশরী'।
Top Opening Day biz - 2019...
1. #Kesari ₹ 21.50 cr [Thu]
2. #GullyBoy ₹ 19.40 cr [Thu]
3. #TotalDhamaal ₹ 16.50 cr
4. #CaptainMarvel ₹ 13.01 cr
Note: ₹ 10 cr+ openers.
India biz.#Kesari is Akshay Kumar’s second biggest opener, after #Gold [₹ 25.25 cr; #IndependenceDay].— taran adarsh (@taran_adarsh) March 22, 2019
Gratitude for the abundant love for our film #Kesari! @SinghAnurag79 @akshaykumar ! pic.twitter.com/eZOefeRsrh
— Karan Johar (@karanjohar) March 22, 2019
ফিল্ম 'কেশরী'র প্রেক্ষাপট ১৮৯৭ সালে ১২ সেপ্টেম্বর ঘটে যাওয়া 'সারগড়ী'র যুদ্ধ'। যে যুদ্ধে আফগানিস্তান ওরাকজাই উপজাতির ১ হাজার সেনার সঙ্গে লড়াই করেছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মাত্র ২১ জন শিখ। যার নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদর ঈশ্বর সিং। যুদ্ধটি হয়েছিল তৎকালীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যাকায় যেটি বর্তামানে পাকিস্তানের নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্গত।