হট ফটোশ্যুটে আইপিএল-এর সঞ্চালক শিবানী দাণ্ডেকর
Updated By: Sep 11, 2017, 07:34 PM IST
![হট ফটোশ্যুটে আইপিএল-এর সঞ্চালক শিবানী দাণ্ডেকর হট ফটোশ্যুটে আইপিএল-এর সঞ্চালক শিবানী দাণ্ডেকর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/11/93342-shibani2.jpg)
ওয়েব ডেস্ক: গান, অভিনয়, মডেলিং, ভিডিও জকি, তারই সঙ্গে আবার পাঁচ পাঁচটা আইপিএলের সঞ্চালকও বটে। শিবানী দাণ্ডেকরকে মাল্টি ট্যালেন্টেড বলাই ভালো।
ভার্সেটাইল শিবানী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন আমেরিকান টেলিভিশন দিয়ে, তবে আপাতত 'খতরো কি খিলাড়ি সিজন-৮' তাক লাগিয়ে দিয়েছেন শিবানী। এখানেই শেষ নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও আগুন ঝরাচ্ছেন তিনি।
তাঁর ইনস্টাগ্রামে বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে শিবানী দণ্ডেকরকে নিয়ে। শিবানীর এই ফটোশ্যুট সিরিজের ক্যাপশন 'the birthday series'
ফটোতে শিবানীর চাওনি, মৃদু হাসিতে অনেকেই হয়ত তাঁর প্রেমে পড়ে যাবেন।
দেখুন সেই ছবি...