Mimi-র সাফল্য, নিজেকে বহুমূল্য গাড়ি উপহার দিলেন Kriti Sanon
ছবির সাফল্যের পর নিজেকেই নিজে দামি উপহার দিলেন কৃতি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![Mimi-র সাফল্য, নিজেকে বহুমূল্য গাড়ি উপহার দিলেন Kriti Sanon Mimi-র সাফল্য, নিজেকে বহুমূল্য গাড়ি উপহার দিলেন Kriti Sanon](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/11/344715-82113933.jpg)
নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি মুক্তি পাওয়া 'মিমি' (Mimi) ছবিটি সাফল্যের মুখ দেখেছে। আর এই ছবিতে অভিনয়ের কারণে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। ছবির সাফল্যের পর নিজেকেই নিজে দামি উপহার দিলেন কৃতি।
কী সেই উপহার?
জানা যাচ্ছে কৃতি কিনে ফেলেছেন একটি নতুন গাড়ি। Mercedes-Maybach GLS 600-এর মতো দামি গাড়ি কিনেছেন অভিনেত্রী। যার দাম ২ কোটি টাকারও বেশি।
প্রসঙ্গত, মিমি ছবিতে অভিনয়ের পর বলিউডে অন্যতম শীর্ষ অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে কৃতি শ্যাননের (Kriti Sanon) নাম। কিছুদিন আগেই তাঁকে ম্যাডক ফিল্মস অফিসের সামনে হাসিখুশি পোজ দিতে দেখা গেছে। প্রসঙ্গত মিমি ছবিটি ম্যাডক ফিল্মসের প্রযোজনাতেই তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, মিমির সাফল্যের পর ফের কি তবে এই প্রযোজনার নতুন কোনও ছবিতে সই করতে চলেছেন কৃতি?