Lata Mangeshkar: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউ-তে ভর্তি কিংবদন্তি সংগীতশিল্পী

 মৃদু উপসর্গ হলেও বয়সজনিত কারণে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। 

Updated By: Jan 11, 2022, 02:06 PM IST
Lata Mangeshkar: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউ-তে ভর্তি কিংবদন্তি সংগীতশিল্পী
লতা মঙ্গেশকর। ফোটো- টুইটার

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কোভিড রিপোর্ট পজিটিভ ( Covid Positive) হতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিংবদন্তি শিল্পীকে। ICU-তে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি ৷ মৃদু উপসর্গ হলেও বয়সজনিত কারণে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। 

সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও হাসপাতালের তরফে কিছুই জানান হয়নি, তবে সংবাদ সংস্থা এএনআইকে শিল্পীর ভাইঝি রচনা জানিয়েছেন করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। তবে বয়সের কথা বিচার করে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে ভর্তি স্থানান্তরিত করেছেন চিকিত্সকরা।

আরও পড়ুন, Hrithik Roshan: জন্মদিনে ফ্যানদের কী উপহার দিলেন বলিউডের গ্রীক গড?

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। 

গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে পরিবারের। বেশ কিছু কাল ধরেই গৃহবন্দি লতা মঙ্গেশকর। বাড়ির বাইরেও খুব একটা বেরোন না। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ লতা। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানান হয়েছে, সোমবারের থেকে মঙ্গলবারে করোনা সংক্রমিতের সংখ্যা কমেছে ১১ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। গত এক দিনে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.