ভালবাসায় ভরা মুহূর্ত, বিয়ের ছবি শেয়ার করলেন সঞ্জয়-ঘরণী

এভাবেই জীবনের বাকি বছরগুলি কাটিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন মান্যতা দত্ত

Updated By: Feb 12, 2021, 06:37 PM IST
ভালবাসায় ভরা মুহূর্ত, বিয়ের ছবি শেয়ার করলেন সঞ্জয়-ঘরণী
একসঙ্গে সঞ্জয়, মান্যতা

নিজস্ব প্রতিবেদন: ​বিয়ের পর কেটে গিয়েছে ১৩ বছর। বিয়ের পর ১৩ বছরের বিবাহ বার্ষিকীতে এবার না দেখা ছবি শেয়ার করলেন মান্যতা দত্ত। সঞ্জয় দত্তের সঙ্গে ওই ছবিতে মান্যতাকে লাজুক মুখে হাসতে দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মান্যতা ওই ছবি শেয়ার করার পরই তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন অভিনেতার অনুরাগীরা।

১৩ বছরের বিবাহ বার্ষিকীতে পুরনো ছবি প্রকাশ্যে এনে, সেখানে রোমান্টিক নোট শেয়ার করেন মান্যতা দত্ত। যেখানে মান্যতা জানান, আরও একটি বছর কেটে গেল। যেখানে একে অপরের অন্ধকারকে ঢেকে দিয়ে, আলোকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন তাঁরা। হাতে হাত রেখে কেটে গেল আরও একটি বছর। এভাবেই তাঁরা জীবনের বাকি বছরগুলি কাটিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন মান্যতা দত্ত।

আরও পড়ুন : অভাবেই বন্ধ স্কুল, সেই রিক্সা চালকের মেয়েই মিস ইন্ডিয়া রানার্স আপ

এদিকে সঞ্জয় দত্তর প্রতি যখন ভালবাসার বার্তা শেয়ার করেন মান্যতা, সেই সময় অনুরাগীদের পাশাপাশি শিল্পা শিরোদকরের মতো অভিনেত্রীরা তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন। ত্রিশলা দত্তকেও দেখা যায় মান্যতা এবং সঞ্জয় দত্তকে শুভেচ্ছা জানাতে।

আরও পড়ুন : অভাবেই বন্ধ স্কুল, সেই রিক্সা চালকের মেয়েই মিস ইন্ডিয়া রানার্স আপ

করোনার জেরে যখন লকডাউন শুরু হয়, সেই সময় ক্যানসার ধরা পড়ে সঞ্জয় দত্তের। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সঞ্জয় দত্তকে নিয়ে যখন শোরগোল শুরু হয়, সেই সময় জানা যায় বলিউডের মুন্নাভাই নাকি বিদেশে যাবেন চিকিৎসা করাতে। প্রথমে জানা যায়, মার্কিন মুলুকে গিয়ে চিকিৎসা করাবেন সঞ্জয় দত্ত। পরে জানা যায়, করোনার জেরে মার্কিন মুলুকে নয়, সিঙ্গাপুরে যাবেন তিনি চিকিৎসার জন্য। যদিও পরে সবকিছু বাতিল হয়ে যায়। মুম্বইতেই শুরু হয় সঞ্জয় দত্তের ক্যানসারের চিকিৎসা।

.