নিজস্ব প্রতিবেদন: এবার দেবের (Dev) পাশে মদন মিত্র(Madan Mitra)। তবে কোনও রাজনৈতিক কারণে নয়। দেব একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'তাঁকে ভালোলাগতে পারে বা ভালোবাসতে পারো কিন্তু অবজ্ঞা করতে পারবে না। তিনি মদন মিত্র'। সেই ভিডিওতে মদন মিত্র বলেন যে এবছর বড়দিন তিনি কাটাবেন দেবের সঙ্গে। ২০২০ সালে সেভাবে বড়দিন সেলিব্রেট করতে পারেননি, তাই একসঙ্গে দুবছরের ক্রিসমাস সেলিব্রেট করবেন মদন মিত্র। তাই এবছরের সেলিব্রেশনও হতে চলেছে বড়সড়। এই বড়দিনে কী পরিকল্পনা তাঁর,জানালেন বিধায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বড়দিনের আগেরদিনই মুক্তি পেতে চলেছে দেবের ছবি টনিক। ছেলের ইচ্ছা অনিচ্ছায় ভর করেই কাটছিল বৃদ্ধ দম্পতির জীবন। ছেলে বৌমার সংসারে মানিয়ে গুছিয়ে থাকাটাই হয়ে উঠেছিল অভ্যাস। কিন্তু সেই অভ্যাস ভাঙতে তাঁদের জীবনে আসে টনিক। টনিকের দৌলতেই অপূর্ণ ইচ্ছেগুলোকে আকাশে উড়িয়ে দিলেন সেই দম্পতি। বিবাহবার্ষিকী উদযাপনে টনিকের সঙ্গে পাড়ি দিলেন দার্জিলিং। টনিক আক্ষরিক অর্থেই তাঁদের ফিরিয়ে দিল বেঁচে থাকার মানে। মধ্যবিত্ত জীবনের এই আখ্যান আসলে গল্প হলেও সত্যি। গল্প বেঁধেছেন পরিচালক অভিজিৎ সেন। টনিকের চরিত্রে দেখা যাবে দেবকে। অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম প্রযোজকও তিনি। ছবিতে দেবের পাশাপাশি বেশ কয়েকটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhayay), শকুন্তলা বড়ুয়া (shakuntala Barua), তনুশ্রী চক্রবর্তী (Tonushree Chakraborty), কণীনিকা বন্দ্যোপাধ্য়ায় (Koneenica Banerjee) সহ আরও অনেকে। এই ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)।  


আরও পড়ুন: শুটিং শেষ, সেটে উদ্দাম নাচ শ্রীময়ী ও জুন আন্টির, দেখুন ভিডিও


দেবের ছবির প্রচারে মদন মিত্র বলেন,'এই বড়দিনে আমার একটাই প্ল্যান। নো প্যানিক অনলি টনিক। আগামী দশ বছরে এরকম ভালো ছবি আসবে না। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের টনিক। ছোট বড় সকলের জন্য টনিক। যদি সত্যি মনে হয় ও লাভলি তাহলে দেখতে হবে টনিক।'



 আরও পড়ুন: Salman Khan- Sunny Leone: 'থাপ্পড় মারবেন না',সলমনের কাছে করুন আর্তি সানি লিওনির


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)