মাধুরীর ঝলক এবার `দেড় ইশকিয়া`-তে

আবার অভিনয়ে ফিরছেন মাধুরী। বিশাল ভরদ্বাজের `ইশকিয়া`-র সিক্যুয়েল `দেড় ইশকিয়া` তে বিদ্যা বালনের পরিবর্তে প্রধান নারীচরিত্রে অভিনয় করবেন তিনি। সেইসঙ্গে `ঝলক দিখলা যা ৫`-এর বিচারকের আসনেও দেখা যাবে তাঁকে। `

Updated By: Apr 12, 2012, 10:41 PM IST

আবার অভিনয়ে ফিরছেন মাধুরী। বিশাল ভরদ্বাজের `ইশকিয়া`-র সিক্যুয়েল `দেড় ইশকিয়া` তে বিদ্যা বালনের পরিবর্তে প্রধান নারীচরিত্রে অভিনয় করবেন তিনি। সেইসঙ্গে `ঝলক দিখলা যা ৫`-এর বিচারকের আসনেও দেখা যাবে তাঁকে। `ঝলক`-এর জন্য এখন আপাতত ভারতেই রয়েছেন আমেরিকা প্রবাসী মাধুরী দিক্ষীত নেনে। আর তাঁর ভারতে আসার পর থেকেই কানাঘুষো শুরু হয়েছিল `ইশকিয়া`-র সিক্যুয়েলে তাঁর অভিনয় করা নিয়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে টুইটারে মাধুরী নিজেই জানালেন `দেড় ইশকিয়া` অভিনয় করছেন তিনি।
মাধুরী টুইট করেছেন, "আমি তারকা জীবনে ফিরছি দেড় ইশকিয়া, ঝলক দিয়ে। আরও আছে এর পর।" দেড় ইশকিয়া তে মাধুরী অভিনয় করা নিয়ে খুশি বিদ্যা বালনও। ইশকিয়া-র মত দেড় ইশকিয়াও পরিচলনা করবেন তরুণ পরিচালক অভিষেক চৌবে।

.