close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

৪৫-এও অষ্টাদশীকে হার মানান মালাইকা!

২০১৯ এ ৪৫ বছর বয়সে এসেও কোনও অংশেই কমেনি মালাইকার সেই 'হটনেস'। 

Updated: Sep 11, 2019, 12:50 PM IST
৪৫-এও অষ্টাদশীকে হার মানান মালাইকা!

নিজস্ব প্রতিবেদন: মালাইকা অরোরা, আর 'হট' এই দুটি শব্দই প্রায় প্রতিশব্দ বললেও বোধ হয় ভুল হয় না। মাত্র ২৫ বছর বয়সে শাহরুখের 'দিল সে' (১৯৯৮) ছবিতে 'ছাঁইয়া ছাঁইয়া' গানে মালাইকার নাচ বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিল। তবে আজ ২০১৯ এ ৪৫ বছর বয়সে এসেও কোনও অংশেই কমেনি মালাইকার সেই 'হটনেস'। 

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু 'হট' ছবি পোস্ট করতে দেখা যায় 'মাল্লু'কে। কখনও জিম করে বের হওয়ার ছবি, কখনও আবার মলদ্বীপের সৈকতে ছুটি কাটানোর ছবি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় মালাইকার পোস্ট করা 'টপলেস' ছবিতে মজেছেন নেটিজেনরা। ছবিটি অবশ্য ২০০১ সালে। ফটোগ্রাফার ফারুক ছোটিয়ার পোস্ট করা ছবিই রিপোস্ট করেন মালাইকা। ছবিটি শেয়ার করে ফারুক ক্যাপশানে লেখেন, ''With the eternal Malaika, y2001.. #archives''।

আরও পড়ুন-যৌন হেনস্থাকারীর সঙ্গে কেন কাজ? আমিরকে প্রশ্ন তনুশ্রীর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এই ছবিটা দেখা একটা কথা বলতেই হয়, ৪৫ বছর বয়সে এসেও মালাইকাকে আজও আষ্টাদশীই মনে হয়। তাই নয় কি?

আরও পড়ুন-