বিগ বি, বাদশাকে নিয়ে কলকাতার ওয়াক্স মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়ামের। সোমবার কলকাতায় মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। মিউজিয়ামের নাম মাদার্স ওয়াক্স মিউজিয়াম।

Updated By: Nov 10, 2014, 10:50 PM IST
বিগ বি, বাদশাকে নিয়ে কলকাতার ওয়াক্স মিউজিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়ামের। সোমবার কলকাতায় মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। মিউজিয়ামের নাম মাদার্স ওয়াক্স মিউজিয়াম।

নিউ টাউনের ফাইনান্স সেন্টারে ৫,০০০ বর্গফুট এলাকার ওপর গড়ে উঠেছে রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়াম। সত্যজিত্‍ রায়, সুচিত্রা সেন, মান্না দে, সৌরভ গাঙ্গুলি, মহাত্মা গান্ধী, কপিল দেব, সচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বদের মোট ১৯ জনের মোমের মূর্তি রয়েছে এই মিউজিয়ামে। মোমের মূর্তিগুলি গড়েছেন রাজ্যের বিখ্যাত ভাস্কর সুশান্ত রায়। বর্ধমানের আসানসোলে রয়েছে সুশান্ত রায়ের নিজস্ব ওয়াক্স মিউজিয়াম।

হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেনশনের আওতায় গড়ে উঠেছে এই প্রকল্প। মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে মাদার্স ওয়াক্স মিউজিয়াম।

 

.