জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত অক্টোবর মাস থেকে বারংবার বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডার অর্থাৎ গার্হস্থ্য এলপিজির দাম। ৯১১ টাকা থেকে বারংবার বৃদ্ধি পেয়ে বর্তমান দাম ১০৭৯ টাকা। বৃহস্পতিবার ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই দাম বৃদ্ধির বিরুদ্ধেই সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ডেকে নিলেন তারকা সাংসদ দেবকে। প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে গার্হস্থ্য এলপিজির দামবৃদ্ধির প্রতিবাদ করেন অভিনেতা সাংসদও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মঞ্চ থেকেই তাঁর চোখে পড়ে যে একটি প্রতীকী সিলেন্ডার নিয়ে এসেছেন তাঁর পার্টির কর্মীরা। হাওড়ার ডোমজুড় বিধানসভা থেকে সেই প্রতীকী সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। তড়িঘড়ি সেই প্রতীকী সিলিন্ডার মঞ্চে পাঠাতে বলেন মমতা। তারপরই দেবকে ডেকে তাঁকে সেই প্রতীকী সিলিন্ডার তুলে ধরতে বলেন নেত্রী। স্লোগান দেন, 'গ্যাসের দাম বাড়ানো সরকার আর নেই দরকার'। এরপরই একাধিক পণ্যে কেন্দ্রীয় সরকারের দাম বৃদ্ধি নিয়ে স্লোগান দিতে থাকেন তৃণমূল সুপ্রিমো।  


আরও পড়ুন: Mimi & Nusrat in 21st July: সম্পর্কে চিড় কি শুধুই গুঞ্জন! ২১ শে জুলাইয়ের মঞ্চে একসঙ্গে মিমি-নুসরত


প্রসঙ্গত ২০২১ সালের অক্টোবর থেকে টানা দাম বেড়েছে গার্হস্থ্য এলপিজি-র। ১ অক্টোবর দাম বেড়ে হয় ৯১১ টাকা। ৬ অক্টোবর আবার দাম বারে। নতুন দাম হয় ৯২৬ টাকা। ২০২২ সালে দাম বেড়েছে চারবার। ২২ মার্চ ৫০ টাকা বেড়ে দাম হয় ৯৭৬টাকা। এরপরে ৭ মে ফের দাম বারে ৫০ টাকা। এবার দাম ১০০০ টাকা পেরিয়ে হয় ১০২৬ টাকা। একই মাসে ফের তিন টাকা দাম বৃদ্ধি হয় ১৮ মে। নতুন দাম হয় ১০২৯ টাকা। এরপরে চলতিমাসের শুরুতেই ৫০ টাকা দাম বেড়ে নতুন দাম হয় ১০৭৯ টাকা। 


আরও পড়ুন: Liger Trailer: আধঘণ্টায় ১৫ লক্ষ ভিউ, ট্রেলারেই অপ্রতিরোধ্য বিজয়


আরও পড়ুন: Mithai: প্রোমো থেকে নয়া জল্পনা,মিঠাইয়ের মৃত্যুতেই কি বন্ধ হচ্ছে ধারাবাহিক? 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)