নিজস্ব প্রতিবেদন: তাঁকে পুরো বিষয়টা না জানিয়ে ভুল বুঝিয়ে কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। দুঃস্থ শিল্পী ও টেকনিশিয়ানসদের সাহায্য করা হবে, সেকথা শুনে তিনি কাগজে সই করেছিলেন। তবে সেসময় চশমা পরে ছিলেন না। বুধবার BCP-তে যোগ দেওয়া ও বিজেপির কাছাকাছি আসা নিয়ে Zee ২৪ ঘণ্টাকে একথাই জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। মিলন ভৌমিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার এবিষয়েই মুখ খুললেন BCP-র কর্মকর্তা তথা পরিচালক মিলন ভৌমিক। তাঁর পাল্টা অভিযোগ হুমকি ও চাপের মুখে পড়েই একথা বলছেন মাধবী মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার মিলন ভৌমিককে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''মাধবী মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন একথা আমরা কোথাও দাবি করিনি। এটা তো 'বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ'। এটা বিজেপি প্রভাবিত, কিন্তু বিজেপি তো নয়। বিজেপি রাজনৈতিক দল। ওনি BCP-র পরামর্শ দাতা হিসাবে রয়েছেন, উনি কাগজে সই করেছেন। আর উনি এখন কেন একথা বলছেন সেটা আপনারাও বুঝতে পারছেন। উনি হুমকি ও চাপের মুখোমুখি হয়ে একথা বলছেন। আমাদের সঙ্গে আরও ১০ জন চলচ্চিত্র ও টেলি জগতের কলাকুশলী বিসিপিতে যোগ দিয়েছেন। তবে আমরা তাঁদের নাম প্রকাশ্যে আনছি না। খুব শীঘ্রই বড় মঞ্চ দেখতে পাবেন, যেখানে প্রকাশ্যে আমরা সমাবেশ করব। তাঁদের নিরাপত্তা ও কাজের সুরক্ষার কথা ভেবে তাঁদের নাম এখনই বলছি না। মাধবীদি স্বনামধন্য তাঁর উপর হয়ত হামলা হয়নি। তবে অন্যদের নাম ঘোষণা করা হলে তাঁদের উপর হামলা হতে পারে। তবে মাধবী দিও হুমকি ও চাপের মুখে পড়েই একথা বলেছেন। ''  


আরও পড়ুন-বাড়ি এসে প্রতারণা করে গেল, সারারাত ঘুম হয়নি: মাধবী মুখোপাধ্যায়



প্রসঙ্গত, তাঁর  BCP-তে যোগ দেওয়া ও বিজেপির কাছাকাছি আসার খবরে বুধবার Zee ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মাধবী মুখোপাধ্যায় বলেন, '' বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের নাম নিয়ে মিলন ভৌমিক সহ বেশ কয়েকজন আমার কাছে আসেন। জানান, দুঃস্থ শিল্পী ও টেকনিশিয়ানসদের সাহায্যের জন্য তাঁরা বিশেষ উদ্যোগ নিচ্ছেন। এই সমস্ত শিল্পীদের প্রতি মাসে ৩,৫০০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আমাকে জানানো হয়। এক্ষেত্রে তাঁদের পাশে আছি কিনা জিজ্ঞাসাও করা হয়। এই উদ্যোগকেই স্বাগত জানিয়ে আমি তাঁদের পাশে থাকার বিষয়ে সহমত প্রকাশ করি।


আরও পড়ুন-সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল 'নগরকীর্তন', শুভেচ্ছা জানিয়ে টুইট প্রকাশ জাভড়েকরের



এরপরই আমাকে একটি কাগজে সই করতে বলা হয়। আমি সেসময় চশমাও পরে ছিলাম না, কিন্তু তাঁদের বিশ্বাস করেই সেই কাগজে সই করি। আর এটাই কাল হয়েছে। আমাকে রাতে ফোন করে বেশকিছু জন প্রশ্ন করেন, আপনি বিজেপিতে গেছেন? একথা শুনে আমি অবাকই হয়। উত্তরে বলি, এইরকম তো কিছুই হয়নি। তারপরই পুরো বিষয়টা আমায় জানানো হয়। কী করব বুঝতে পারছিলাম না। আমি তো ভাবতেই পারছি না, আমার সঙ্গে এভাবে প্রতারণা করা হল! তাহলে মানুষকে বিশ্বাস করব না? কেউ বাড়িতে এলে তাড়িয়ে দেব নাকি? বিজেপিই হোক, আর যেই হোক, কোনও রাজনৈতিক দলের কথাই আমায় বলা হয়নি। ''


মাধবীর মুখোপাধ্যায়ের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মুখ খোলেন বিসিপির কর্মকর্তা মিলন ভৌমিক।


আরও পড়ুন-বাতিকগ্রস্ত মুক্তিদেবীর জ্বালায় অতিষ্ঠ তারিক আলি, দেখুন কী কাণ্ড চলছে আনন্দধামে