জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'তুফান'এর(Toofan) প্রচারে গিয়ে কার্যত তুফানেরই মুখে পড়লেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। ঈদে মুক্তি পাচ্ছে ‘তুফান’। এই ছবিতে শাকিব খানের(Shakib Khan) বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, আর এই ছবি হাত ধরেই বাংলাদেশের ছবিতে পা রাখছেন মিমি। সিনেমার প্রচারে বুধবারই ঢাকায় যান অভিনেত্রী। বৃহস্পতিবার ফেরার পথে প্রবল ঝড়ের মুখে পড়েন মিমি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Iman Chakraborty: 'মাঝে মাঝে স্বাদ বদল দরকার', গান নয় এবার অন্য ভূমিকায় ইমন চক্রবর্তী


বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন মিমি। সেই ভিডিয়োতে দেখা যায়, বিমানবন্দরে প্রবল ঝড়, চারপাশ কালো হয়ে গেছে। হাওয়ায় মিমির গাড়িও কাঁপছে। এমনকী মাথার টুপিও সামলে রাখা যাচ্ছে না। কার্যত ছুটে প্লেনে ওঠেন মিমি। চারপাশের পরিবেশও দেখান। সেই ভিডিয়ো পোস্ট করে বাংলাদেশকে ধন্যবাদও জানান তিনি। 



ছবি প্রচারে সংবাদ সম্মেলনে মিমি বলেন, ‘বাংলাদেশে আসার পর সবাই ‘অতিথি’ বলছে। কিন্তু আমি তো তেমন মনে করি না। আমার ভাষা বাংলা, আপনিও বাংলায় কথা বলেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই বাঙালি। আমাকে ‘বাংলাদেশের অতিথি’ বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামীতে আপনাদের আরও ভালো সিনেমা উপহার দিতে পারি।’


শাকিবের প্রশংসা করে মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা যখন শ্যুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরে ছিল। এত গরমের মধ্যেও একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি। একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।’


আরও পড়ুন- World Music Day: বিশ্ব সঙ্গীত দিবসে প্রকাশ্যে সুচিত্রা-উত্তমের গানের রেকর্ড!


দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে মিমি বলেন, ‘‘তুফান’ আমার প্রথম বাংলাদেশি সিনেমা। আমি এ সিনেমাটা নিয়ে খুব আগ্রহী। কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন এখানে।’’ চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল অনেক দিন। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’  শাকিব খান বলেন, ‘ক্লাসিক্যাল ও কর্মাশিয়াল দুইয়ের কম্বিনেশনে এ সিনেমা। গান ও ট্রিজার মুক্তির পরে বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটররা রিভিউ দিচ্ছে। এ তুফান শুধু বাংলাই নয়, এ তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে। এ তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে।’



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)