চিকু জুনিয়রেই মাধ্যমেই ফিরবে চিকু, সারাদিন এখন জুনিয়রকে নিয়েই ব্যস্ত মিমি
চিকু জুনিয়রকে কোলে ফিরে পেয়ে খুশি মিমি
নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তী। পোষ্যদের খেয়ালও রাখছেন একই সঙ্গে। লকডাউনে বাড়িতে পোষ্যদের সঙ্গেই তিনি সময় কাটান। পোষ্যদের মধ্যে তাঁর সবচেয়ে কাছের ছিল তাঁর বড় ছেলে চিকু। মারণ রোগ থাবা বসিয়েছিল চিকুর শরীরে। প্রচুর চেষ্টা করেও শেষ রক্ষা হয় নি। চিকুর চলে যাওয়াটা মেনে নিতে পারেন নি মিমি, খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। বাড়িতে থাকতেন, কথা বলতেন না কারোর সঙ্গে। চিকু তাঁর জার্নির সঙ্গে জড়িয়ে ছিল। অনেক স্মৃতি। আগের বছর লকডাউনের সময়ও চিকুর সঙ্গে ছাদে খেলতে দেখা গিয়েছিল মিমিকে, সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
চিকু মিমিকে ছেড়ে চলে যাওয়ার পর মিমি পোস্টে লেখেন তাঁর একটা অংশ নিয়ে চলে গেল চিকু। ধীরে ধীরে যন্ত্রণা নিরাময় হয়, অবশেষে বাড়িতে এল জুনিয়র পোষ্য। জুনিয়রকে নিয়ে আপাতত ব্যাথা ভোলার চেষ্টায় মিমি। তাঁর বেড়ে ওঠাকে সঙ্গী করেই ব্যাথা কমানোর চেষ্টায় অভিনেতা।ম্যাক্স ও জুনিয়র চিকুর ছবিও পোস্ট করেছিলেন মিমি, ক্যাপশনে লিখেছিলেন 'ব্যাথা ভোলার চেষ্টায়'। পেজ বানিয়েছেন চিকুম্যাক্স একটু চিকুজুনিয়র নামে।
উইকেন্ডে পোস্ট করলেন জুনিয়র চিকুর ছবি। লিখলেন ছোট্ট চিকু এখন মিমির হাত চিবোতে ব্যস্ত।
জুনিয়র চিকুর মধ্যে দিয়েই চিকুকে ফিরে পাবেন মিমি, বিশ্বাস তাঁর।