নিজস্ব প্রতিবেদন: অবশেষে বিবাহ-বন্ধনে বাঁধা পড়লেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ১৯ জুন, বুধবার তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় নুসরতের। বিয়ের পর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নব-দম্পতির প্রথম ছবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড়া ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারি গয়নাতে নুসরতকে লাগছিল মোহময়ী। সঙ্গে নিখিল জৈনকে দেখা গেল সাদা শেরওয়ানিতে। তাঁর মাথায় ছিল সাদা পাকড়ি। গলায় সবুজ হার। নিখিলকে খানিকটা রাজপুত্রে মতো দেখাচ্ছিল বললেও ভুল হয় না। 


আরও পড়ুন-রাজকন্যার মতোই দেখাচ্ছিল তাঁকে, বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছলেন নুসরত, দেখুন ভিডিয়ো



টলিউডে ডেস্টিনেশন ওয়েডিং সাধারণত দেখা যায় না। তবে গত বছর থেকে বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর সহ বেশকিছু ডেস্টিনেশন ওয়েডিং দেখেছে বলিউড। আর নুসরত-নিখিলের বিয়েটাও হল সেই বলিউডি কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং। 


আরও পড়ুন-মিথ্যা আশ্বাস ও ভণ্ডামির অভিযোগ, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা