close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রাজকন্যার মতোই দেখাচ্ছিল তাঁকে, বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছলেন নুসরত

 বিয়ের মন্ত্র উচ্চারণে জন্য পুরোহিত মশাই ততক্ষণে তৈরি হয়েই বসে রয়েছেন। 

Updated: Jun 20, 2019, 10:21 AM IST
রাজকন্যার মতোই দেখাচ্ছিল তাঁকে, বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছলেন নুসরত

নিজস্ব প্রতিবেদন: ঠিক যেন রাজকন্যে...। পরনে লাল লেহেঙ্গা, মাথায় ওড়না, গলায় ভারি সোনার গয়না, মাথায় টিকলি, হাতে চূড়া ও কালিরাস-এ সেজে ওঠা নুসরতকে ঠিক তেমনটাই দেখাচ্ছিল। পায়ে হেঁটেই বিয়ের মঞ্চ অবধি পৌঁছলেন কনে নুসরত। চেয়ারে বসে হাত রাখলেন তাঁর স্বপ্নের রাজকুমারের হাতে। বিয়ের মন্ত্র উচ্চারণে জন্য পুরোহিত মশাই ততক্ষণে তৈরি হয়েই বসে রয়েছেন। 

নিখিলকে দেখে মনে হল কনের বেশে হাজির হওয়া নুসরতের চোখে চোখ রেখে কোথায় যেন তিনি হারিয়ে গেলেন। ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই যেন ছিলেন নিখিল।

আরও পড়ুন-নবদম্পতি নুসরত-নিখিল, দেখুন প্রথম ছবি

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগের মুহূ্র্তেও বরের বেশে ছবি তুলতে দেখা গেল নিখিল জৈনকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যে ছবি, ক্যাপশানে লেখা 'ফাইনালি হ্যাপেনিং'।

১৯ জুন বুধবার রীতি মেনে বিয়েটা সেরেছেন নুসরত ও নিখিল। এখন থেকে তিনি নিখিল ঘরণী। তবে আইনি মতে বিয়েটা অবশ্য হবে দেশে ফেরার পরেই। ডেস্টিনেশন ওয়েডিং হওয়ায় আমন্ত্রিতদের অনেকের পক্ষেই নুসরত-নিখিলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তাই ৪ জুলাই কলকাতাতেই রাখা হয়েছে রিসেপশন পার্টি।